মা নয়, সোনার বেবিসিটার দীপা! সূর্যের জবাবে কী করল ক্ষুব্ধ লাবণ্য
Anurager Chowa Spoiler: ফের বড়সড় চমক এল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য এক ব্যক্তিকে সোনার কেয়ার টেকার হিসেবে পরিচয় দীপার। দেখে শুনে রীতিমত ক্ষেপে যায় সূর্যর মা লাবণ্য। এবার? কোন দিকে বাঁক নেবে এই সিরিয়ালের গল্প? 1/6অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ফের নতুন মোড় এল। দীপাকে এমনিতেই নিজের স্ত্রী বলে মানে না সূর্য। এবার কি সোনার দীপার প্রতি যে টান, ভালোবাসা সেটাকেও অস্বীকার করবে? অন্তত সেটাই দেখা যাবে আজকের পর্বে। 2/6বাইরের একটি লোকের সামনে সূর্য দীপাকে সোনার কেয়ার টেকার বলে বলে পরিচয়…