Anurager Chowa Spoiler: ফের বড়সড় চমক এল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য এক ব্যক্তিকে সোনার কেয়ার টেকার হিসেবে পরিচয় দীপার। দেখে শুনে রীতিমত ক্ষেপে যায় সূর্যর মা লাবণ্য। এবার? কোন দিকে বাঁক নেবে এই সিরিয়ালের গল্প?
1/6 অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ফের নতুন মোড় এল। দীপাকে এমনিতেই নিজের স্ত্রী বলে মানে না সূর্য। এবার কি সোনার দীপার প্রতি যে টান, ভালোবাসা সেটাকেও অস্বীকার করবে? অন্তত সেটাই দেখা যাবে আজকের পর্বে।
2/6 বাইরের একটি লোকের সামনে সূর্য দীপাকে সোনার কেয়ার টেকার বলে বলে পরিচয় দেবে। নিজের স্ত্রী বা সোনার মা নয়। সবটা দেখে ভীষণই রেগে যায় লাবণ্য সেনগুপ্ত, অর্থাৎ সূর্যের মা। ছেলের গায়ে একটা থাপ্পড় পর্যন্ত মারেন তিনি। জিজ্ঞেস করেন কেন সূর্য এমনটা বলল সেই লোকটিকে।
3/6 সূর্য যখন জানায় সে আর কী পরিচয় দেবে দীপার তখন লাবণ্য স্পষ্টই বলে মা বলবে। এখানে তিনি দীপাকে এনেছেন যাতে শিশু দুটো বাবা মা দুজনের আদর পায়। যত্ন পায়। কিন্তু এখানে বাঁধ সাধে দীপা।
4/6 দীপা তার শাশুড়িকে বলে সূর্য ওকে কী পরিচয় দিচ্ছে তাতে তার কিছুই যায় আসে না। ও সোনাকে ভালোবাসে সেটাই যথেষ্ট। নামে কিছু যায় আসে না।
5/6 দীপা যতই এই কথা বলুক না কেন তার দুই মেয়ে কিন্তু বাবার উপর ভীষণই রেগে যায়। কথা বলতে চায় না আর। এসবের মাঝে কি সূর্য তার দুই সন্তানের থেকে আরও দূরে চলে যাচ্ছে? কোন উপায়ে মিল হবে আবার তাদের?
6/6 প্রসঙ্গত এখন সোম থেকে রবি, ৭ দিনই এই ধারাবাহিক স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে রাত ৯.৩০ টায়। টিআরপি তালিকায় এখনও সেরার জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল। এই সপ্তাহে ৮ এর বেশি স্কোর করেছে।
(Feed Source: hindustantimes.com)