হট প্যান্ট পরে জাতীয় পতাকা হাতে নিয়ে ট্রোলড অহনা, ‘লজ্জা করে না?’ প্রশ্ন সবার
‘অনুরাগের ছোঁয়া’ এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আর এই সিরিয়াল দর্শকদের ঠিক কতটা প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না আর, নইলে একটানা এতদিন কেউ টিআরপি তালিকায় সেরা জায়গা ধরে রাখে! আর এ হেন সিরিয়ালে খলনায়িকার চরিত্রে রয়েছেন মিশকা সেন ওরফে অহনা দত্ত। সূর্য দীপার জীবনে আগুন ধরাতে তিনি সিদ্ধহস্ত। এদিন তিনি অন্যান্য তারকাদের মতো স্বাধীনতা দিবসের আমেজে সামিল হতে হয়ে হলেন চরম ট্রোলড। আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিন কোটি কোটি ভারতীয়র মতো তিনিও…