গেরুয়া সুনামি, কলকাতা স্তব্ধ হবে কাল, দাবি সুকান্তর, তুললেন নতুন স্লোগান ‘মোদি ফিরবে,দিদি যাবে’

গেরুয়া সুনামি, কলকাতা স্তব্ধ হবে কাল, দাবি সুকান্তর, তুললেন নতুন স্লোগান ‘মোদি ফিরবে,দিদি যাবে’
দীপক ঘোষ, কলকাতা : ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা শো (BJP Rally)। বুধবার হাইভোল্টেজ সভার প্রধান বক্তা অমিত শাহ ! তবে সেই কর্মসূচির ২৪ ঘণ্টা আগেই কার্যত আক্রমণের সুর বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) হুঙ্কার ছুড়লেন, ‘কালকে ঐতিহাসিক ভিড়ের সাক্ষী থাকবে কলকাতা। ঢেউ আর সুনামি কলকাতাতে চলবে। গেরুয়া সুনামিতে স্তব্ধ হবে কলকাতা।’

বিজেপি সূত্রে খবর, বুধবার বিজেপির সভা শুরু হবে বেলা ১২ টায়। অমিত শাহ (Amit Shah) সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২ টো নাগাদ। সোয়া ৩ টে নাগাদ সভাস্থল থেকে বেরিয়ে যাবেন তিনি। সভা শুরুর বেশ কিছুটা আগেই সভাস্থলে পৌঁছে যাবেন বঙ্গ বিজেপির নেতারা। আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মী-সমর্থকদের ঠিক কী বলেন, সেদিকে যখন নজর, তার ঠিক আগে নতুন স্লোগান তুললেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বললেন, ‘মোদি ফিরবে, দিদি যাবে’।

সুকান্ত মজুমদারের নতুন স্লোগান শুনে শুনে অনেকের মনে পড়ে যাচ্ছে ৯ বছর আগের কথা। সেবারও ধর্মতলাতেই ছিল বিজেপির সভা। আর সেখান থেকেই স্লোগান তুলেছিলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। তাঁর সেই, ‘ভাগ মুকুল ভাগ…ভাগ মদন ভাগ…’  স্লোগান ঘিরে দীর্ঘদিন ধরে চলেছিল রাজনৈতিক তরজা। এবার অবশ্য বিজেপির রাজ্য সভাপতির স্লোগান শুনে তাঁকে কটাক্ষ ছুড়ে দিতে দেরী করেনি তৃণমূল। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের খোঁচা, ‘উনি ঠিকই বলছেন, দিদি দিল্লি যাবে। মোদি ফিরে যাবে’।

নির্বাচনী যুদ্ধে পরস্পরকে টেক্কা দিতে, আকর্ষণীয় স্লোগান তৈরি বহুদিনের কৌশল। বিজেপির এই নতুন স্লোগান ২০২৪-এর আগে কতটা কার্যকর হয়, সেটাই দেখার। সঙ্গে দেখার বিজেপির রাজ্য সভপতির হুঁশিয়ারি কতটা কার্যকর হয়। কলকাতায় কতটা গেরুয়া ঝড় ওঠে, সেদিকেই নজর সকলের। যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের আগাম কটাক্ষ, ‘বাংলার রাজনীতিতে বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’

অমিত শাহের মেগা সভার ঠিক আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত যারা তৃণমূলের সঙ্গে দিল্লি গিয়েছিলেন, তাঁদের ঘাসফুল শিবিরের তরফে পাঠানো হয়েছে অর্থসাহায্য। কেন্দ্রের শীর্ষ মন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করেন কি না, সেদিকেও থাকবে নজর।

(Feed Source: abplive.com)