জাফিকুল ইসলাম
– ছবি: এজেন্সি (ফাইল ছবি)
পশ্চিমবঙ্গে অভিযুক্ত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় বৃহস্পতিবার বড় ধরনের ব্যবস্থা নিল সিবিআই। মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম এবং দুই কাউন্সিলর সহ সাতটি জায়গায় অভিযান চালায় সিবিআই। এখনও পর্যন্ত, বিধানসভা অধিবেশনের জন্য বর্তমানে কলকাতায় থাকা বিধায়কের বাড়ি থেকে 8 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তল্লাশি এখনও চলছে। তাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাওয়ার পর ফের একবার বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও তাঁর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে পাওয়া টাকার পাহাড়ের স্মৃতি মানুষের মনে তাজা হয়ে গেল।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায় বৃহস্পতিবার সিবিআই মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) কাউন্সিলর বাপলাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পৌরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায়। বাসা-বাড়ি ও অফিসে অভিযান চালানো হয়। তার জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের জন্য কলকাতা, মুর্শিদাবাদ এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা জাফিকুলের বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়ির পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। এরপর দুপুর ১২টার দিকে টাকা গণনার মেশিন আনা হয়। সিবিআই সূত্রের দাবি, বিধায়কের বাড়ির ছাদ ও টয়লেট থেকে প্রায় ৭,৯০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, বিধায়কের বেডরুমেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকে প্রচুর অর্থ পাওয়া যাবে বলে সিবিআই সূত্রের দাবি। যদিও সিবিআই এই বিষয়ে প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে, বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কিছু সম্পত্তি বিক্রি হয়েছে। ওই টাকা তার বাড়িতে ছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজ্যের আরও অনেক জায়গায় অভিযান চালায় সিবিআই। এর মধ্যে রয়েছে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং বিধাননগর পৌরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পৌরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালান তদন্ত সংস্থার আধিকারিকরা। যদিও দুপুর ৩টা নাগাদ সিবিআই কর্তৃপক্ষ বাড়ি দুটি ছেড়ে চলে যায়। সিবিআই অফিসাররাও দুপুর আড়াইটে নাগাদ বালপাদিত্যের বাড়ি থেকে বেরিয়ে যান।
(Feed Source: amarujala.com)