‘বয়স বাড়লে আমাদের মতো অভিনেত্রীদের রোম্যান্টিক চরিত্রে আর Cast করতে চান না করণ’

‘বয়স বাড়লে আমাদের মতো অভিনেত্রীদের রোম্যান্টিক চরিত্রে আর Cast করতে চান না করণ’

সম্প্রতি Koffee With Karan-এর ৮ সিজনে হাজির হয়েছিল ‘মুখার্জি সিস্টার্স’ জুটি। হ্যাঁ, হাজির হয়েছিলেন বলিউডের একসময়ের দুই ১ নম্বর নায়িকা রানি মুখোপাধ্যায় ও কাজল। সেখানেই করণের মুখোমুখি হয়েছিলেন দুই নায়িকা। কথায় কথায় ফাঁস হয়ে নানান অজানা কথা, অজানা তথ্য। যা নিয়ে জোর চর্চা চলছে।

KWK-৮ সিজনে করণ, রানির সাম্প্রতিক এক সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন। করণ প্রশ্ন করেন, রানি কী বোঝাতে চেয়েছেন, ‘শুধু নারীরই বয়স বাড়ে, পুরুষের বয়স কমে?’ করণ বলেন, ‘হতে পারে, ইন্ডাস্ট্রিতে একটু বেশিই ‘বয়সবাদ’ রয়েছে। উত্তরে রানি তাঁকে থামিয়ে বলেন, ‘না, আমি মনে করি না কারণ ইন্ডাস্ট্রি সেটাই করে যেটা দর্শক চায়। দর্শক কী গ্রহণ করবে কী করবে না সেটা ভেবেই ছবি বানানো হচ্ছে।’

করণ তখন বলেন, ‘আমরা কীভাবে জানব? দর্শক হয়ত একটা প্রেমের গল্পকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারে… কাজল-শাহরুখের রোম্যান্স দেখতে দর্শকদের ভালো লাগতে পারে। মানে আমরা সেটা বানিয়ে কেন দেখব না?’ এই কথায়, রানি বলে বসেন, ‘তোমার মতো পরিচালকরাই সিনিয়র অভিনেত্রীদের নিয়ে এমন ছবি আর বানাচ্ছেন না।’ এমন কথায় হেসে ফেলেন কাজল-রানি উভয়েই। পরিস্থিতি অন্য জায়গায় যাচ্ছে আঁচ করে প্রশ্ন থেকে বের হয়ে যান কাজল-রানি।

এদিকে এই একই প্রসঙ্গ ধরে সম্প্রতি ৫৪ তম IFFI-তে ‘ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্স’-এর একটি মাস্টারক্লাস চলাকালীন কথা বলেছেন রানি। তিনি কথা বলেছেন, বলিউড ইন্ডাস্ট্রির ‘বয়সবাদ’ বিতর্ক নিয়ে। রানি বলেন, ‘আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধুমাত্র এই কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই তরুণদের পর্দায় দেখতে চান। তবে, আপনাদের এই ভ্রান্ত জগতে না থাকা এবংএটা বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন কিন্তু আপনার বয়সকে মেনে নেওয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ’।

এদিকে আবার Koffee With Karan-এ কাজল-রানির পর্বের কথোপকথনে উঠে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা লিঙ্গ বৈষম্য বিতর্কটিও। বহুদিন ধরেই বলিউড নিয়ে একটা কথা প্রচলিত, এই ইন্ডাস্ট্রি বড় বেশি পুরুষ অভিনেতা নির্ভর। সেকারণে অভিনেত্রীদের থেকে অভিনেতারা পারিশ্রমিকও বেশি পান। এদিকে আবার করণের সবথেকে জনপ্রিয় ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-তেও লিঙ্গ বৈষম্য থাকার অভিযোগ রয়েছে। বেশকিছুদিন আগে সেই অভিযোগ স্বীকার করে নিয়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন পরিচালক করণ।

কারণ ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে দেখানো হয়েছিল কাজলের চরিত্রটি টম বয় টাইপের হওয়ার কারণেই তাঁর প্রেমে পড়েনি শাহরুখের চরিত্রটি। পরে কাজল (অঞ্চলি) মেয়ে মেয়ে টাইপ হয়ে উঠলে শাহরুখ(রাহুল) তাঁর প্রেমে পড়েন। আর এই অভিযোগ নিয়ে সম্প্রতি ক্ষমাও চেয়েছিলেন করণ জোহর। তবে সেপ্রসঙ্গে KWK-তে কাজল বলেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ তৈরি হয়েছিল ২৫ বছর আগে। আজ পরিস্থিতি বদলেছে। এখন তাই লিঙ্গ বৈষম্য নিয়ে ক্ষমা চাওয়ার কোনও মানে নেই।

(Feed Source: hindustantimes.com)