IFA vs Mohun Bagan- নিভছে না বিতর্কের আগুন, IFA-র বিরুদ্ধে মোহনবাগানের পদক্ষেপ

IFA vs Mohun Bagan- নিভছে না বিতর্কের আগুন, IFA-র বিরুদ্ধে মোহনবাগানের পদক্ষেপ

দত্ত বনাম দত্ত, কিমবা বলা যেতে পারে সচিব বনাম সচিব, কলকাতা ময়দানে এখন এই ট্যাগ লাইন গুলো বেশ চলছে। আসলে ডার্বি ম‌্যাচকে কেন্দ্র করে এই মুহূর্তে মোহনবাগান এবং আইএফএর মধ‌্যে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে।

ঘটনাটা কী হয়েছিল-

নৈহাটিতে আয়োজিত কলকতার ডার্বিতে খেলতে যায়নি মোহনবাগান। সেই কারণেই প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়া হয়েছে। তবে এই ম্যাচের দিন বদলাতে বলেছিল মোহনবাগান, যা শোনেনি আইএফএ। এরপরে ইস্টবেঙ্গল ডার্বিতে ওয়াকওভার পেয়ে যায়। সবুজ-মেরুন ফুটবলাররা মাঠে উপস্থিত না থাকায় রেফারি সেরকমই রিপোর্ট দেবে আইএফএ-র কাছে। এবার লিগ কমিটি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে যে ছয় পয়েন্ট কাটা যাবে না তার বেশি। তবে একটা ব‌্যাপারে এই মুহূর্তে কলকাতা লিগে চ‌্যাম্পিয়ন যেমন মহমেডান। তেমন এদিনের পর রানার্স ইস্টবেঙ্গল। তবে সরকারিভাবে আইএফএ ঘোষণা করবে লিগ সাব কমিটির মিটিংয়ের পরই।

কী সিদ্ধান্তি নিয়েছে মোহনবাগান?

তবে এর মাঝেই আইএফএ-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মোহনবাগান। তারা ঠিক করেছে তারা আইএফএকে আর আইএসএলের টিকিট দেবে না। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, এদিন আইএফএকে চিঠি দিয়ে মোহনবাগানের তরফ থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আসলে মোহনবাগান ময়দানের ক্লাবগুলিকে আইএফএ-র মাধ‌্যমে আইএসএলের টিকিট দিয়ে থাকে, তবে তারা আর এটা করবে না। এবার থেকে ক্লাবগুলিকে সরাসরি টিকিট পাঠাবে মোহনবাগান। অনেকেই মনে করছে যে ডার্বি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, আর এই সমস্যাকে কেন্দ্র করেই হয়তো মোহনবাগান এমন সিদ্ধান্ত নিয়েছে।

কী বলেছেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত?

মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘আমরা আইএফএ-কে টিকিট দিই ক্লাবগুলিকে বন্টন করার জন‌্য। ক্লাবগুলি আদৌ টিকিট পায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো আইএসএলের টিকিট নিয়েও রাজনীতি করে। সেই কারণেই এবার থেকে আমরাই ময়দানের ক্লাবগুলিকে সরাসরি টিকিট দেব।’

কী বলেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত?

এরপরে বিতর্কের আগুন ছড়িয়ে গিয়েছে। উত্তর এসেছে আইএফএ থেকে। এর উত্তরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘মোহনবাগানের পাঠানো টিকিট আমরা ক্লাবগুলিকে দিতাম। মোহনবাগান যদি এবার নিজেরাই সরাসরি ক্লাবগুলিকে টিকিট দিয়ে দেয়, আমরা তো খুশি। ক্লাবদের কোনও সমস‌্যা না হলে আমাদের কেন হবে?’

বিতর্ক কোন দিকে গড়িয়েছে-

মোহনবাগান ডার্বি না খেলায় শাস্তির প্রসঙ্গ উঠে আসছে এই বিষয়ে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বললেন, ‘কীসের শাস্তি? মোহনবাগানকে বাদ দিয়ে লিগ, শিল্ড করে দেখাক না আইএফএ। যদি দম থাকে মোহনবাগানকে শাস্তি দিয়ে দেখাক। আমার আর বিনয় চোপড়ার মধ‌্যে ঝামেলা সৃষ্টি করতে গিয়েছিলেন আইএফএ সচিব। উনি জানেন না আমার যা কথা, সেটা বিনয়ের কথা। আর যেটা বিনয়ের কথা, সেটা আমার কথা।’ মোহনবাগান সচিবের হুঙ্কারে জবাব দিয়ে আইএফএ সচিবও বলেন, ‘আইএফএ চলবে নিজের সিদ্ধান্তে। কোনও একটি ক্লাবের পরামর্শে নয়।’ তবে কথার লড়াই এখানেই শেষ হয়নি। প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্র-র নাম উল্লেখ করে দেবাশিস দত্ত বলেন, ‘আইএফএ-র অপদার্থতার জন‌্য অনেক আগেই অঞ্জনদা কলকাতা লিগে না খেলে ঝাড়খণ্ড ফুটবল অ‌্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হওয়ার কথা বলেছিলেন।’ জবাবে আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘মোহনবাগান যদি ঝাড়খণ্ডে গেলে সুবিধা হয়, যাক। ওরা তো বেশ কয়েকবছর ধরে কলকাতা লিগ এমনিতেই খেলছে না। ময়দানের ক্লাবগুলির জন‌্যই আইএফএ। কিন্তু কোনও একটি ক্লাবের ইচ্ছামতো আইএফএ চলতে পারে না। তাহলে তো এবার থেকে সবক’টি ক্লাব ঠিক করে দেবে, কবে কখন লিগের ম‌্যাচ খেলবে। এভাবে আইএফএ চলতে পারে না।’

(Feed Source: hindustantimes.com)