গত বার মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন গ্রাফ পেপার পৌঁছায়নি অনেক কেন্দ্রে। সেই নিয়ে বিস্তর গোলযোগ হয়। গ্রাফ পেপার পায়নি বলে অভিযোগ করেছিল পরীক্ষার্থী ও অভিভাবকেরা। শেষে এই সমস্যার মীমাংসা হয় অন্যভাবে। খাতাতেই গ্রাফ এঁকে পরীক্ষার্থীদের উত্তর করতে বলা হয়েছিল।
এ বার সেই বিভ্রান্তি এড়াতে নয়া ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। মাধ্যমিকে অঙ্ক প্রশ্নের সঙ্গেই গ্রাফ পেপার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার এমনটাই বলেন সংবাদমাধ্যমকে। তিনি এই দিন বলেন, গ্রাফ পেপার অঙ্ক প্রশ্নের সঙ্গেই থাকবে। যারা গ্রাফ পেপার ব্যবহার করে উত্তর লিখতে চাইবে, তাদের প্রশ্ন থেকে ছিঁড়ে নিতে হবে। পরে গ্রাফ পেপারে কাজ করে তা উত্তরপত্রের সঙ্গে আটকে দিতে হবে।
এক পর্ষদ কর্তার কথা অনুযায়ী, নয়া পদ্ধতিতে পরীক্ষার্থীরা আরও সুনিশ্চিত ভাবে গ্রাফ পেপার পাবে। এর আগে আলাদা করে গ্রাফ পেপার দেওয়া হত। তাতে সব জায়গায় গ্রাফ পৌঁছচ্ছে কি না, সেই প্রশ্ন উঠত। আবার যে সব পরীক্ষার্থীর গ্রাফ পেপারের দরকার নেই, পরীক্ষার পরও তাদের গ্রাফ পেপার স্কুলে জমে যেত। পর্ষদের ছাপ দেওয়া সেই গ্রাফ পেপার বাইরে চলে গেলে বিপদ। অন্য পরীক্ষায় ব্যবহার হলে তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। প্রশ্নের সঙ্গে গ্রাফ পেপার দিলে এই সব সমস্যা আর থাকবে না। তাই এবার সেই পথেই হাঁটছে পর্ষদ।
এই প্রসঙ্গে রামানুজ বলেন, শুধু গ্রাফ নয়, মানচিত্রের ক্ষেত্রেও একই নিয়ম জারি করবে পর্ষদ। ভূগোল বা ইতিহাসের মানচিত্রে স্থান চিহ্নিত করতে দেওয়া হয়। এবার মানচিত্রের পাতাও (ম্যাপ পয়েন্টিং) প্রশ্নের সঙ্গেই থাকবে। ওই পাতাও ছিঁড়ে নিয়ে সমাধান করতে হবে। করার পর তা উত্তরপত্রের সঙ্গে লাগিয়ে দিতে হবে।
এর পাশাপাশি প্রশ্ন ফাঁসের ব্যাপারেও নয়া পদ্ধতি নিচ্ছে পর্ষদ। পর্ষদ সূত্রের খবর, প্রশ্ন ফাঁস রুখতে কোড নম্বরের ব্যবস্থা করছেন তাঁরা। প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নে আলাদা কোড থাকবে। প্রশ্ন ফাঁস করতে যে ভাবেই ছবি তোলা হোক না কেন, সেই কোডের ছবি ফাঁস হয়ে যাবে। ওই কোড নম্বর পর্ষদের নজরে চলে এলেই ধরা পড়ে যাবে কে প্রশ্ন ফাঁস করছে।
(Feed Source: hindustantimes.com)