‘যদি আরেকটু…’, অ্যানিম্যালে ‘পুরুষ-সিংহ’ রণবীরের পাশে সীমিত সুযোগ, অকপট ববি

‘যদি আরেকটু…’, অ্যানিম্যালে ‘পুরুষ-সিংহ’ রণবীরের পাশে সীমিত সুযোগ, অকপট ববি

বক্স অফিসে ঝড় তুলছে অ্যানিম্যাল। মুক্তির প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১১৬ কোটি টাকা আয় করেছে এই ছবি! ভাবা যায়? ওদিকে সোশ্যাল মিডিয়ার একটা অংশ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুণ্ডুপাতে ব্যস্ত। আসলে কবীর সিং পরিচালকের ছবি মানেই তা ‘নারীবিদ্বেষী’, ছবি জুড়ে শুধুই পুরুষ-সিংহের গর্জন আর আলফা মেল ক্যারেক্টারের বিজয় কেতন পতপত করে উড়বে আকাশে। অ্যানিম্যালও তার ব্যতিক্রম নয়।

এতকিছুর মাঝেও ‘অ্যানিম্যাল’ ছবির জন্য প্রশংসা কুড়োচ্ছেন ববি দেওল। বাবা-ছেলের টক্সিক সম্পর্কের বেড়াজাল ঘিরেই এই ছবি, অথচ বাবা অনিল কাপুর ও ছেলে রণবীর কাপুরের পাশে নজর কেড়েছেন ববি। সেই টিজার মুক্তি থেকেই স্বল্প উপস্থিতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ববি, ছবি মুক্তির পরেও একই হাল! ৩ ঘন্টা ২২ মিনিট দীর্ঘ ছবিতে ববির উপস্থিতি বড্ড কম, আক্ষেপ করেছেন দর্শকরা।

এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন ববি। এই ছবির জন্য যে ভালোবাসা তিনি পাচ্ছেন, তাতে কতটা আপ্লুত তার প্রমাণ আগেই পেয়েছে দর্শক। মিডিয়ার ক্যামেরার সামনেই চোখের কোণ ভিজেছিল ধর্মেন্দ্র পুত্রের। ববি জানান, ‘চরিত্রটা কতটা বড় সেটা জরুরি নয়, আসলে চরিত্রের গুরুত্ব কতখানি সেটা আসল। আমারও মনে হয়েছে যদি আরেকটু দৃশ্য পেতাম, তবে যখন আমি ছবিটা সাইন করি তখনই জানতাম আমার হাতে কী রয়েছে। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সন্দীপ আমাকে এই চরিত্রটা করার সুযোগ দিয়েছে।’

ববি পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে যোগ করেন, ‘আমি শুরুতেই জানতাম আমার মাত ১৫ দিনের কাজ। আমি গোটা ছবি জুড়ে থাকব না। আমি নিশ্চিতভাবে জানতাম লোকজন আমাকে নোটিশ করবে, তবে এত ভালোবাসা, প্রশংসা কুড়াব তা স্বপ্নেও ভাবিনি। এখন মনে হচ্ছে ওয়াও! দারুণ ব্যাপার’।

তবে ববির বিশ্বাস তাঁর চরিত্র নিয়ে অনায়াসে একটি স্পিন-অফ তৈরি করতে পারেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। তবে দর্শকদের ভালোবাসাটাই তাঁর কাছে প্রকৃত পুরস্কার জানালেন ববি, আত্মবিশ্বাস ঝড়ে পড়ে তাঁর কন্ঠে।

২০২৪ সালটা দেওল পরিবারের জন্য বেজায় লাকি তা স্পষ্ট। বছর শুরু হয়েছিল ধর্মেন্দ্রর বক্স অফিস সফল ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে। এরপর বক্স অফিসে সুনামি নিয়ে আসে সানির গদর ২! সেই রেশ কাটতেই বছর শেষে ঝড় তুলছে অ্যানিম্যাল, যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি।

(Feed Source: hindustantimes.com)