অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? ঠিক নয় ৫৯ ধরনের ওষুধের গুণগত মান!

অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? ঠিক নয় ৫৯ ধরনের ওষুধের গুণগত মান!
ঝিলম করঞ্জাই, কলকাতা: হৃদরোগ, সুগার, শিশুদের ওষুধ ও অ্যান্টি বায়োটিকের মতো গুরুত্বপূর্ণ এমন ৫৯ ধরনের ওষুধের সন্ধান মিলেছে যার গুণগতমান ঠিক নয়। Central Drugs Standard Control Organization বা CDSCO-র সমস্ত রাজ্যকে পাঠানো সতর্কবার্তা ঘিরে উদ্বেগ দানা বাঁধছে।

সতর্কবার্তায় উদ্বেগ: নিয়মিত হৃদরোগ বা সুগারের ওষুধ খান? চিকিৎসকের পরামর্শেই হয়তো খাচ্ছেন, কিন্তু, অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ড্রাগ কন্ট্রোল বিভাগের সতর্কবার্তা ঘিরে তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, Central Drugs Standard Control Organization বা CDSCO-র তরফে বছরভর বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় অক্টোবর মাসে এমন ৫৯টি ওষুধের হদিশ মিলেছে, যার গুণগতমান ঠিক নয়। এরপরই, কেন্দ্রের তরফে সব রাজ্য়ের ড্রাগ কন্ট্রোল বিভাগকে সতর্ক করা হয়েছে।

CDSCO-র তরফে বলা হয়েছে, সম্প্রতি ১ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্য়ে, ৫৯ ধরনের ওষুধের গুণমান ঠিক নয়। এই ৫৯ ধরনের ওষুধের তালিকায় রয়েছে,হৃদরোগ, সুগার, শিশুদের ওষুধ ও অ্যান্টি বায়োটিকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। সূত্রের খবর, যে ‘ব্যাচ’ থেকে সংশ্লিষ্ট ৫৯ ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই ‘ব্যাচ’ নম্বর ধরে রাজ্য়গুলিকে সতর্ক করা হয়েছে।

এদিকে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে (SSKM) চালু হতে চলেছে রোবোটিক সার্জারি (Robotic Surgery)। সব ঠিক থাকলে নতুন বছরেই গোড়া থেকেই তা চালু হতে পারে। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার এই উৎকর্ষ কেন্দ্রে এবার রোবটিক সার্জারি শুরু হতে চলেছে। নতুন আউটডোর ভবনের একটি তলে বিশেষ অপারেশন থিয়েটার তৈরির কাজ শেষ।কোন সংস্থার যন্ত্রের সাহায্যে রোবোটিক সার্জারি হবে, তা এখনও চূড়ান্ত হওয়া বাকি আছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত টেন্ডার প্রকাশ করেছে এসএসকেএম।

চিকিৎসকরা বলছেন, রোবোটিক সার্জারি প্রযুক্তিতে বিশেষভাবে উপকৃত হবেন ক্যানসার আক্রান্ত রোগীরা। এসএসকেএম সূত্রে খবর, এক একটি রোবটের দাম প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা।  নাম রোবোটিক সার্জারি হলেও রোবটই এখানে শেষ কথা নয়। রোবটের নিয়ন্ত্রক হিসেবে থাকেন শল্য চিকিৎকরাই। কম্পিউটার স্টেশনে বসে রোবোটিক হাতের গতিবিধি নিয়ন্ত্রণ করেন তাঁরা। এসএসকেএম সূত্রে খবর, পুরো বিষয়টি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে চিকিৎসকদের। এসএসকেএম সূত্রে খবর, রোবোটিক সার্জারির বিষয়টি তত্ত্বাবধানের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এমএসভিপি সহ বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন ওই কমিটিতে।

(Feed Source: abplive.com)