জি ২৪ ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়ি অতিথির গায়ে এঁটো প্লেটে ছোঁয়া! তারপর? বচসার জেরে প্রাণ গেল যুবকের। গ্রেফতার ৩ অভিযুক্ত। ঘটনাস্থল, সেই উত্তরপ্রদেশ। এবার গাজিয়াবাদে।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম পঙ্কজ। বয়স মাত্র ছাব্বিশ বছর। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। পড়াশোনার ফাঁকে বিভিন্ন বিয়েবাড়িতে ওয়েটার হিসেবেও কাজ করতেন ওই যুবক।
গত ১৭ নভেম্বরে গাজিয়াবাদের পুষ্পা রোডে সিজিএস ভাটিকা গেস্ট হাউজে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে ক্যাটারিংয়ের কাজ করতে গিয়েছিলেন পঙ্কজ। ততক্ষণে বরযাত্রীরা চলে এসেছেন। খাবারের এঁটো প্লেট নিয়ে ভিতরে ঢুকছিলেন তিনি। বরযাত্রীর হিসেবে আসা এক যুবক ধাক্কা মারে পঙ্কজকে। এঁটো প্লেট আরও দু’জনের গায়ে লেগে যায়। এরপরই গালিগালাজ। এমনকী, ওয়েটারে গায়ে হাতও তোলেন অভিযুক্তরা।
প্রতিবাদ করেছিলেন পঙ্কজ। এরপর তিনজনে মিলে তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুঠিয়ে পড়েন ওই যুবক। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া তো দূর, মৃ্ত্যুর পর দেহ ফেলে দেওয়া হয় জঙ্গলে! পরের দিন সেই দেহ উদ্ধার করে পুলিস।
(Feed Source: zeenews.com)