বল হাতে শ্রেয়াঙ্কা, সাইকার দাপট, ব্যাটে অনবদ্য মান্ধানা, ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারত

বল হাতে শ্রেয়াঙ্কা, সাইকার দাপট, ব্যাটে অনবদ্য মান্ধানা, ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারত
মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ় হাতছাড়া করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women’s Cricket Team)। আজ, রবিবার সম্মানরক্ষার লড়াইয়ে ও হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছিলেন হরমনপ্রীত কৌররা। নিজেদের লক্ষ্যে সাফল্যও পেলেন তাঁরা। পাঁচ উইকেটে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

টস হেরে প্রথমে বল করে ইংল্যান্ডকে ১২৬ রানেই অল আউট করে দেয় ভারতীয় দল। বল হাতে তরুণ শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) তিনটি উইকেট নেন। দুরন্ত পারফর্ম করেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাকও (Saika Ishaque)। তিনিও তিনটি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ৪৮ রান ও জেমাইমা রডরিগেজ়ের ২৯ রানের ইনিংস ভারতের জয় সুনিশ্চিত করেন। মান্ধানার ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। তবে বাংলার আরেক বোলার তিতাস সান্ধু মাত্র এক ওভারই বল করেন। কোনও উইকেট পাননি তিনি, খরচ করেন ১৬ রান।

১২৭ রান তাড়া করতে নেমেও ভারতীয় দল ব্যাট হাতে একসময় বেশ চাপে পড়ে গিয়েছিল। কিন্তু অভিজ্ঞ স্মৃতি মান্ধানার ৪৮ বলে ৪৮ রানের ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দেয়। শেষের দিকে অমনজোৎ সিংহের রিভার্স স্যুইপ দলের জয় সুনিশ্চিত করেন। এই ম্যাচের আগে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে নাগাড়ে পাঁচটি বিশ ওভারের ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। এই জয়ে সেই হারের ধারা সমাপ্ত হল।

ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এটি এই ফর্ম্যাটে ইংরেজদের বিরুদ্ধে ভারতের মাত্র অষ্টম জয়। নির্ধারিত চার ওভারে ১৯ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়ায় শ্রেয়াঙ্কাকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

(Feed Source: abplive.com)