CLAT পরীক্ষায় ছাত্র হল সেকেন্ড, তাঁর শিক্ষক হলেন থার্ড, বিরল নজির বেঙ্গালুরুতে

CLAT পরীক্ষায় ছাত্র হল সেকেন্ড, তাঁর শিক্ষক হলেন থার্ড, বিরল নজির বেঙ্গালুরুতে

২০২৪ সালের কমন ল অ্যাডমিশন টেস্ট-এ অসাধারণ ফল করল এক ছাত্র-শিক্ষক জুটি। রিপোর্ট অনুযায়ী সারা ভারতের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন তাঁরা। দুই পরীক্ষার্থীই ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইন্দিরানগরের একটি কোচিং ইনস্টিটিউটের শিক্ষক রাহুল পালাকুর্তি এবং দ্বাদশ শ্রেণির ছাত্র প্রদ্যুত শাহ দুজনেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।একসঙ্গে দুজনেই ক্ল্যাট পরীক্ষা বসেন তাঁরা। রবিবার পরীক্ষার ফলাফল ঘোষণা হলে জানা যায় প্রদ্যোত নামের ওই ছাত্র দ্বিতীয় স্থান অর্জন করেছেন এবং তৃতীয় স্থান পেয়েছেন তার শিক্ষক রাহুল।

এই ধরনের প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে রাহুল জানান, এই নিয়ে মোট তিনবার ক্ল্যাট পরীক্ষায় বসেছেন তিনি। রাহুল জানান, ‘আমি শিক্ষার্থীদেরকে আরও ভাল ভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এবং পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে আপডেট রাখার চেষ্টা করি। এই পরীক্ষায় ভাল ফল করার জন্য বেশকিছু পরীক্ষাও নেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি কখনই অনুমানযোগ্য হয় না, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক কৌশল জেনে রাখতে হবে।’

এই পরীক্ষায় প্রথম হয়েছেন রাজস্থানের প্রার্থী  ক্ল্যাট ইউজি পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। ক্ল্যাট পিজি পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ নম্বর নিয়ে নিয়ে শীর্ষ স্থান অর্জন করেন দিল্লির এক ছাত্র।

এই পরীক্ষায় পঞ্চম স্থানে রয়েছে মোট ছয়জন প্রার্থী। তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৯৬ শতাংশ। ভারতের ২৫টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৩৯টি পরীক্ষা কেন্দ্রে রোববার (৩ ডিসেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা ১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

স্নাতক এবং স্নাতকত্তরে আইন নিয়ে পড়াশোনা করতে চাইলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কমন ল অ্যাডমিশন টেস্ট(Common Law Admission Test)-এ উত্তীর্ণ হতে হবে। CLAT পরীক্ষায় বসার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। প্রতিবছর নির্দিষ্ট সময় এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীরা পরে কাউন্সিলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ল কলেজে ভর্তি হতে পারেন।

(Feed Source: hindustantimes.com)