১ কোটি বেস প্রাইস রেখে আইপিএল নিলামে কোন কোন ক্রিকেটার ?

১ কোটি বেস প্রাইস রেখে আইপিএল নিলামে কোন কোন ক্রিকেটার ?
দুবাই : মাঝে আর এক সপ্তাহ। আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বসতে চলেছে আইপিএল নিলামের (IPL Auction 2024) আসর। ক্রিকেটার ছেড়ে দেওয়া-ধরে রাখার পরে নাটকীয় প্লেয়ার ট্রেডিং (Cricketers Trading) পর্ব শেষ। এবার নিলামের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলি ঝুঁকতে চলেছে দলের ভারসাম্যে চূড়ান্ত রূপ দিতেই।

আইপিএল ২০২৪ নিলামের তালিকায় থাকা মোট ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার। পাশাপাশি ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়কে দেখা যাবে যেখানে। ক্যাপড হিসেবে ২১২ জন ও আনক্যাপড ৯০৯ জন ক্রিকেটার রয়েছেন যে তালিকায়। আইসিসি-র বিভিন্ন অ্যাসোসিয়েট দেশের মোট ৪৫ জন। মোট ১১৬৬ জন খেলোয়াড় নিলামে নাম লেখাতেও বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মাত্র ৭৭ জন ক্রিকেটারকেই নেওয়ার জায়গা রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে। বিদেশি ৩০ জনের স্থান ফাঁকা রয়েছে।

নিলামের টেবিলে ওঠার আগে আলাপ-আলোচনার মাধ্যমে ক্রিকেটাররা স্থির করেছেন নিজেদের বেস প্রাইজ। অর্থাৎ খেলোয়াড়দের দলে পেতে নূন্যতম যে দর নিলামের টেবিলে হাঁকতেই হবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ৫০ লক্ষ, ১ কোটি, দেড় কোটি ও ২ কোটি, এই চার মূল্যে নিজেদের বেস প্রাইস বেঁধেছেন ক্যাপড খেলোয়াড়রা। শার্দুল ঠাকুর, হর্ষল প্যাটেল, উমেশ যাদব, লোকি ফার্গুসন থেকে স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক থেকে জস হ্যাজেলউডরা নিজেদের বেস প্রাইস বেঁধেছেন ২ কোটিতে। তবে বেশ কয়েকজন ক্রিকেটার তাঁদের দর বেঁধেছেন ১ কোটিতে। যাঁদের দলে পেতে নিলামের যুদ্ধ যেতে পারে বহুদূর। কাঁরা রয়েছেন সেই তালিকায়, দেখে নেওয়া যাক এক ঝলকে-

আইপিএল ২০২৪ নিলামে ১ কোটি বেস প্রাইস যে ক্রিকেটারদের-

স্যাম বিলিংস, মার্টিন গাপটিল, গাস অ্যাটকিনসন, মিচেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, অ্যাডাম মিলন, ডারেল মিচেল, অ্যাস্টন অ্যাগার, রাইলি মেরেডিথ, ডার্সি শর্ট, অ্যাস্টন টার্নার, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, আলজারি জোসেফ, রভম্যান পাওয়েল, ডেভিড ওয়াইস।

(Feed Source: abplive.com)