কাউকে বাঁচানোর চেষ্টা? প্রাথমিকের প্যানেল প্রকাশে পর্ষদের অনীহা নিয়ে প্রশ্ন HC-র

কাউকে বাঁচানোর চেষ্টা? প্রাথমিকের প্যানেল প্রকাশে পর্ষদের অনীহা নিয়ে প্রশ্ন HC-র

কাউকে আড়াল করতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হচ্ছে না? প্যানেল যদি প্রকাশ করা হয়, তাহলে কী অসুবিধা আছে? মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনই প্রশ্নবাণে জর্জরিত হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অমৃতা সিনহা সেই দুটি প্রশ্ন করেন, যখন পর্ষদের তরফে জানানো হয় যে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নিয়ম নেই। পর্ষদের সেই বক্তব্যে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি সিনহা। প্যানেল প্রকাশ করতে না চাওয়ায় পর্ষদকে ধমকও দেন। কড়া ভাষায় বিচারপতি সিনহা মন্তব্য করেন যে শিক্ষক নিয়োগের প্যানেল দেখার সম্পূর্ণ অধিকার আছে হাইকোর্টের। প্যানেল মোটেও কারও বাড়িতে রেখে দেওয়ার মতো সম্পত্তি নয়।

মঙ্গলবারের আগে প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলায় যেদিন শুনানি হয়েছিল, সেদিনও হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল পর্ষদ। গত ৩০ নভেম্বর সেই শুনানি হয়েছিল। সেদিন পর্ষদের তরফে দাবি করা হয়, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে যে দুটি ধাপে (২০১৬ সাল এবং ২০২০ সাল) প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল, তাতে প্রকাশিত প্যানেলে গলদ ছিল। বেআইনিভাবে ৯৪ জন চাকরি পান। যে ৯৪ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেইসঙ্গে দেড় মাস দেওয়া সত্ত্বেও প্যানেলের জন্য আরও সময় চাওয়ায় পর্ষদকে ধমক দেন। শেষপর্যন্ত পর্ষদকে সাতদিন সময় দেন বিচারপতি সিনহা। ৭ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে প্যানেল জমা করার নির্দেশ দেন।

সেই নির্দেশের পর মঙ্গলবার ফের শুনানি হয়। হাইকোর্টে হলফনামা পেশ করে পর্ষদের তরফে দাবি করা হয়, যে নীতি মেনে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, তাতে প্যানেল প্রকাশ করা যায় না। সকলের সামনে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নিয়ম নেই বলে পর্ষদের তরফে দাবি করা হয়। সেইসঙ্গে পর্ষদের তরফে এটাও জানানো হয় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক ইতিমধ্যে একটি প্যানেল প্রকাশ করা হয়েছে।

আর পর্ষদের সেই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা। কড়া সুরে তিনি জানিয়ে দেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দেখতে চান তিনি। নিয়ম মেনে যে প্যানেল তৈরি হয়, সেটা তাঁকে দেখাতেই হবে। আর সেই অধিকার আছে হাইকোর্টের। সেইসঙ্গে উষ্মাপ্রকাশ করে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, কাউকে আড়াল করতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হচ্ছে না? প্যানেল যদি প্রকাশ করা হয়, তাহলে কী অসুবিধা আছে? তাছাড়া বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে যখন একবার প্যানেল প্রকাশ করা হয়েছে, সেটা ফের প্রকাশ করতে কী সমস্যা হচ্ছে, তা জানতে চান বিচারপতি সিনহা।

(Feed Source: hindustantimes.com)