Imran Khan BIG UPDATE: জেলের বাইরে বাড়ল কঠোর নিরাপত্তা! বন্ধ হল সমস্ত সাক্ষাত্? মৃত্যু কুঠুরিতেই ইমরান কি আদৌ বেঁচে আছে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খান (Imran Khan) বর্তমানে আদিয়ালা কারাগারে (Adiala Jail) বন্দী রয়েছেন। জেল থেকেই তিনি সেদেশের সেনাপ্রধান আসিম মুনিরকে তীব্র আক্রমণ করার পর, এবার পাকিস্তান সেনাবাহিনী এবং ক্ষমতাসীন জোট সরকার পাল্টা আক্রমণ শুরু করেছে। তিনি ইমরান খানকে ‘যুদ্ধোন্মাদনায় আচ্ছন্ন এক চরমপন্থী’ বলে আখ্যা দেন। তারার বলেন, ইমরান খান ও তাঁর দল দেশকে দেউলিয়া করার দিকে ঠেলে দিতে চেয়েছিল। পাকিস্তানকে দেউলিয়া করতে আইএমএফে (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) চিঠি পাঠানো হয়েছিল। ৯ মে সামরিক…








