টেটের প্রশ্ন ভুল-উত্তরও ভুল! বিতর্ক এড়াতে এবার ‘বিশেষ ১২’-র ভাবনা পর্ষদের
কলকাতা: প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল ও উত্তর ভুলের বিতর্কে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের প্রশ্ন ভুল ও উত্তর ভুলের পুনরাবৃত্তি চায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই এবার টেটের ফল প্রকাশে অতি সাবধানী পর্ষদ। এক একটি বিষয়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাচাইয়ের জন্য ন্যূনতম ১২ জন বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে বলে জানানো হয়েছে। টেটের ফল প্রকাশের আগে প্রত্যেকটি বিষয় ধরে ধরে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে পর্ষদ। রাজ্যের বাইরের বিশ্ববিদ্যালয়েরও বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে পর্ষদ। উত্তর ভুল বা প্রশ্ন ভুলের জন্য বারবার আদালতে…