South 24 Parganas News: সুন্দরবন বাঁচাতে প্রধান শিক্ষক থেকে খুদে পড়ুয়ারা, কী করছে দেখলে স্যালুট জানাবেন গ্যারান্টি
South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে প্রাথমিকের খুদেরা করল এই কাজ! ডাক পড়ছে চারদিকে। দেখলে আপনিও বাহবা দেবেন চলছে নাটক দক্ষিণ ২৪ পরগনা: ম্যানগ্রোভ বাঁচাতে প্রাথমিকের খুদেরা করল এই কাজ! ডাক পড়ছে চারদিকে। এবার গাছ বাঁচাতে নাটক লিখলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মথুরাপুর ২ নং ব্লকের গিরিবালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিকের এই নাটকের নাম ‘প্রাণ’। ম্যানগ্রোভ দিবসে এই নাটকটি প্রদর্শিত হবে। অংশগ্রহণ করবেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। সম্প্রতি বনমহোৎসবের দিন এই নাটকের ঝলক দেখা গিয়েছে। সেসময় সেখানে উপস্থিত…


