School Teacher: খাতায়-কলমে ৮ জন শিক্ষক, উপস্থিতি শূন্য! ধুঁকছে কুলতলির একমাত্র মেয়েদের স্কুল
School Teacher: শিক্ষকদের গড় উপস্থিতির কারণে পঠন-পাঠন শিকেয় উঠেছে সুন্দরবনের প্রান্তিক একমাত্র বালিকা বিদ্যালয়ে। ফাঁকা স্কুলের অফিস ঘর কুলতলি, সুমন সাহা: সুন্দরবনের প্রান্তিক এলাকা একমাত্র বালিকা বিদ্যালয়ের ভবিষ্যৎ এখন অন্ধকার। খাতায়-কলমে শিক্ষক-শিক্ষিকাদের নাম থাকলেও। প্রতিনিয়ত স্কুলে আসছে হাতে গোনা কয়েকজন শিক্ষক। আর এর ফলে সুন্দরবনের প্রান্তিক এলাকা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অথৈ জলে। খাতায়-কলমে বলছে এই বালিকা বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা ১৩ জন কিন্তু শিক্ষক-শিক্ষিকারা গড় হাজির দিচ্ছে প্রতিদিন। এর ফলে এই বালিকা বিদ্যালয়ের বালিকাদের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। কুলতলি ব্লকের করুণাময়ী…






