আদালতের হুঁশিয়ারির মুখে পড়ে ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল সংসদ

আদালতের হুঁশিয়ারির মুখে পড়ে ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল সংসদ

দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টের নির্দেশে ২০১৪ প্রাথমিক টেটে প্রার্থীদের নম্বর প্রকাশ করতে বাধ্য হল প্রাথমিক শিক্ষা সংসদ। আদালতের নির্দেশ না মানলে সোমবার ২০২২ প্রাথমিক টেটে স্থগিতাদেশ দিতে পারেন বলে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতের সেই হুঁশিয়ারির পর শুক্রবার পড়িমরি করে ২০১৪ প্রাথমিক টেটের নম্বর প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। সঙ্গে আদলতের নির্দেশে ৮২ পাওয়ায় সংরক্ষিত আসনের যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদেরও তালিকা প্রকাশ করেছে সংসদ। তবে সেই তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

শুক্রবার ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থীর নম্বর প্রকাশ করেছে সংসদ। ১ হাজার ৮৩১ পাতার PDF প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে।

সঙ্গে এদিন ৮২ পাওয়ায় যারা পাশ করেছেন এমন ৭ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। তবে সেই তালিকায় বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম নেই। সংসদ সভাপতির যুক্তি, সব তথ্য এসে না পৌঁছনোয় জায়গাগুলি খালি রাখা হয়েছে। তথ্য এলেই সেগুলো পূরণ করা হবে।

এদিন তালিকা প্রকাশ করে সংসদ সভাপতি গৌতম পাল বলেন, আদালত যে ভাবে পথ দেখিয়েছে সেজন্য আমরা কৃতজ্ঞ। আদালতের নির্দেশ অনুসারে ২০১৪ ও ২০১৭ সালের সমস্ত টেট উত্তীর্ণ ২০২২ সালের টেটে বসতে পারবেন।