কেন্দ্রীয় প্রকল্পের টাকায় রাজ্যের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

কেন্দ্রীয় প্রকল্পের টাকায় রাজ্যের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  কেন্দ্রীয় প্রকল্পের টাকায় এবার রাজ্য সরকারের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির বিস্ফোরক অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পের ১০০ শতাংশ টাকা এই যোজনার জন্য বরাদ্দ করে বলে দাবি করে শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ, ‘‘রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমে বাড়ি বাড়ি নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার প্রকল্পে বড়সড় দুর্নীতি করেছে।’’ শুভেন্দু অধিকারীর অভিযোগ, নলের মুখে যে ফেরুল লাগানো হয় তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা ৫০০ কোটি টাকার ‘কাটমানি’ নিয়েছে হাওড়া সদর ও সাঁকরাইলের নির্দিষ্ট চারটে এজেন্সির কাছ থেকে।

নিজাম প্যালেসে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন সব ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পোঁছে দেওয়া। সে কারণেই বাংলার জন্যও জল জীবন মিশন প্রকল্পে মোটা টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি ৫০ লক্ষ বাড়িতে জল পৌঁছে দিচ্ছি। এই প্রকল্পে রাজ্য সরকারের কোন অর্থ বরাদ্দ নেই। সম্পূর্ণটাই কেন্দ্রীয় সরকারের টাকা ৷’’

এই  দাবি করে শুভেন্দু অধিকারী জানান, ‘‘জল জীবন মিশন নামে কেন্দ্রের যোজনা আছে। কিন্তু রাজ্য সরকার এটা কোথাও উল্লেখ করে না। এই নিয়ে আমি আগেই রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। তার পর জল জীবন মিশন উল্লেখ করে মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন।  কৌশল করার চেষ্টা করেছিলেন।  কিন্তু কেন্দ্র রাজ্যকে সাফ জানিয়ে দেয় যে, এই প্রকল্প কেন্দ্রের প্রকল্পের নাম না বললে ফান্ড দেবে না, সেই জন্যই মুখ্যমন্ত্রী সেই ট্যুইট করতে বাধ্য হন।’’

জল জীবন মিশনে ১০০% ফান্ড দেয় কেন্দ্র সরকার। এতে রাজ্য সরকারের কোনও ফান্ড থাকে না বলে দাবি করে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের এও  জানান, ‘‘নলবাহিত জলের কলের মুখে ফেরুল লাগানো হয়। ইতিমধ্যেই এ রাজ্যের ১ কোটি ৮৬ লক্ষ বাড়িতে জল জীবন মিশনের কাজ হয়েছে। কলের মুখে ফেরুল লাগানোর জন্য সরকারি টেন্ডারের  মাধ্যমে সেই  ফেরুলও  ১ কোটি ৮৬ লক্ষ কেনা হয়েছে। ১ হাজার ৮৬ কোটি টাকা ধার্য হয়েছে এই ফেরুল কেনার ক্ষেত্রে।’’

আর এখানেই সরকারি টেন্ডারে বড়সড় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ এনে সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় অর্থ বরাদ্দের ১ হাজার ৮৬ কোটি টাকার মধ্যে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৫০০ কোটি টাকা কাটমানি খেয়েছে শাসক দল। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  নাম করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ও আধিকারিকদের একাংশ মিলে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগের বোমা ফাটান শুভেন্দু অধিকারী।

তাঁর আরও অভিযোগ, ‘‘শাসক দলের মদতপুষ্ট নির্দিষ্ট চারটি এজেন্সিকেই  সব টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দিয়েছে রাজ্য সরকার। ৫০০ কোটি টাকার কাটমানি ডিস্ট্রিবিউটও হয়ে গিয়েছে বলে  সাংবাদিক সম্মেলনের দাবি করেন শুভেন্দু। দুর্নীতি কোথায়? এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘!বাড়ি বাড়ি নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কলের মুখে লাগানোর জন্য ফেরুল কেনার ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি হয়েছে। বাজারে এক একটি ফেরুলের দাম ২১৩ টাকা। অথচ টেন্ডারের কাগজপত্র ও অন্যান্য নথি  দেখিয়ে শুভেন্দুর দাবি, সেই ফেরুল সরকারি কাগজপত্রে ধার্য করা হয়েছে এক একটি ফেরুলের দাম ৫৭০ টাকা।  সমস্ত প্রয়োজনীয় নথি সহ এই দুর্নীতির অভিযোগই লিখিত আকারে আমি সোমবারের মধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি লিখে এ ব্যাপারে উচ্চপর্যায়ের তদন্ত চাইব।’’

প্রয়োজনে এই দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করারও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, ‘‘ফেরুল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত চার সংস্থার সঙ্গে ‘ভাইপো’ ( অভিষেক বন্দ্যোপাধ্যায়)- এর  সরাসরি কাটমানির যোগসাজশ রয়েছে।’’

(Feed Source: news18.com)