পরাগ থেকে সোমরাজ, সবাই নাচছে লর্ড ববির ‘জামাল কুদু’তে,৮ ঘন্টায় ৫৫ লাখ মানুষ দেখল

পরাগ থেকে সোমরাজ, সবাই নাচছে লর্ড ববির ‘জামাল কুদু’তে,৮ ঘন্টায় ৫৫ লাখ মানুষ দেখল

আট থেকে আশি সকলেই মজে ‘অ্যানিম্যাল’ ছবির জামাল কুদু গানে। সাদা শার্ট, গলায় পান্নার মালা ঝুলিয়ে, মদের গ্লাস মাথায় নিয়ে নাচছেন ‘আবরার’ ববি দেওল। ছবি মুক্তির সাথে সাথেই ট্রেন্ডিংয়ে এই গান। কিন্তু এই গানের অডিও প্রকাশ্যে এলেও ভিডিয়ো কেবলমাত্র হলেই দেখেছিল দর্শক। পাবলিক ডিম্যান্ডে অবশেষে আবরারের (ববির চরিত্র) এন্ট্রি গান প্রকাশ্যে আনল নির্মাতারা।

বুধবার প্রকাশ্যে এসেছে ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিং গানের ভিডিয়ো। মাত্র ৮ ঘন্টাতেই ৫৫ লক্ষ দর্শক দেখে ফেলেছে সেই ভিডিয়ো! গানটির অডিও ভার্সনে লাইকের সংখ্যা ১১ লক্ষ! ৭ দিন আগে মুক্তি পাওয়া সেই গানটি কেবল ইউটিউবে ভিউজ সাড়ে তিন কোটির বেশি। ২ মিনিট দীর্ঘ গানের ভিডিয়ো ভার্সনে ববির ক্যারিশ্মা সত্যিই নজর কাড়ল।

বাংলা সিরিয়ালের তারকারাও চুটিয়ে রিল তৈরি করছেন এই গানে। তালিকায় নয়া সংযোজন ‘কার কাছে কই মনের কথা’র পরাগ আর তাঁর ‘হাবলি’ দিদি পুতুল। হ্যাঁ, অভিনেতা দ্রোণ আর শ্রীতমা শ্যুটিংয়ের ফাঁকেই মস্তির মুডে এই গানে কোমর দোলালেন।

জি বাংলার ‘মন দিতে চাই’ জুটি তিতির আর সোমরাজ অর্থাৎ অরুণিমা আর ঋত্বিককেও শ্যুটিংয়ের ফাঁকে কফির কাপ মাথায় দিয়ে এই গানে নাচতে দেখা গেল। সৌরভ দাসের ব্যাচেলার পার্টিতে নীল ও তাঁর বন্ধুরা জলের গ্লাস মাথায় ধরে এই গানে নেচেছিল। সৌরভের মাথায় ছিল টোপর! সব মুহূর্তের জন্যই এখন একমাত্র আদর্শ গান ‘জামাল কুদু’। ওদিকে দীপার ডাক্তারবাবু মানে অভিনেতা দিব্যজ্যোতিও এই ট্রেন্ডিং গানে রিল শেয়ার করেছেন।

‘জামাল কুদু’ ইরানের জনপ্রিয় লোকসঙ্গীত। শোনা যায়, এই গানটি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রায় ৭০ বছর আগে গাওয়া হয়েছিল। ১৯৫০ দক্ষিণ ইরানে খারাজেমি বালিকা বিদ্যালয়ে প্রথম বার গাওয়া হয় জামাল কুদু। একটু একটু করে জনপ্রিয়তা পেতে পেতে আজ পারস্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এটি। ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গানটি গাওয়া অলিখিত রেওয়াজ।

‘অ্যানিম্যাল’ ছবিতেও ববির তৃতীয় বিয়ের অনুষ্ঠানেই এই গান গাইতে দেখা যায়। ‘জামাল জমলো কুদু’ গানটি ইরানি কবি বিজান সামানদারের লেখা থেকে। সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ভারতীয় দর্শকদের কাছে এই গান পেশ করেছেন নতুন আঙ্গিকে। গানের যে লাইনটি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে, সেটি হল ‘জামাল জামালেক জামলো জামাল কুদু’। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ও আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা’।

প্রসঙ্গত, গত ১লা ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। ১২ দিনে বিশ্ব বক্স অফিসে ৭৫৭ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি। ডাঙ্কি মুক্তির আগে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ রয়েছে রণবীর-ববির। তাই ১০০০ কোটির লক্ষ্যের দিকে জোর কদমে এগোচ্ছে অ্যানিম্যাল।

(Feed Source: hindustantimes.com)