সেন্সর বোর্ডের গ্রিন সিগন্যাল ডাঙ্কি’কে, শাহরুখের ছবি কত ঘণ্টার জানেন?

সেন্সর বোর্ডের গ্রিন সিগন্যাল ডাঙ্কি’কে, শাহরুখের ছবি কত ঘণ্টার জানেন?

২০২৩ যেন শাহরুখের বছর! চার বছর পর ফিরে পাঠান দিয়ে ছক্কা হাঁকান। তারপরই জওয়ান এসে সেটারও রেকর্ড ভেঙে নজির গড়ে। এবার পালা ডাঙ্কির। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই আসছে শাহরুখের নতুন ছবি। পুরোদমে প্রচার চলছে এখন ডাঙ্কির। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এবং তাঁর ভক্তরা নানা পোস্ট শেয়ার করছেন। উত্তেজনা বাড়ছে ছবি নিয়েও। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ডাঙ্কির অ্যাডভান্স বুকিং। তার মাঝেই এল সুখবর। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ডাঙ্কি। জানা গেল রান টাইমও।

ট্রেড অ্যানলিস্ট গিরিশ জোহর এদিন এক্সে একটি পোস্ট করে জানান ‘ডাঙ্কি ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর তরফে ডাঙ্কি ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে।’ একই সঙ্গে তিনি তাঁর পোস্টে জানিয়েছেন এই ছবিটি ২ ঘণ্টা ৪১ মিনিটের। গিরিশ জোহর তাঁর পোস্টে শাহরুখ খান, ভিকি কৌশল, রাজকুমার হিরানি এবং গৌরী খানকেও মেনসন করেন।

ইতিমধ্যেই প্রকাশ্যে ডাঙ্কি ছবির ট্রেলার থেকে শুরু করে একাধিক গান। আর অভূতপূর্ব সাড়া পেয়েছে ছবির ট্রেলার এবং গান। এখন দেখার পালা এটাই যে এই ছবিটির ব্যবসা পাঠান এবং জওয়ানকে ছাপিয়ে যেতে পারে কিনা। ইতিমধ্যে দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ছবির প্রচারের জন্য শাহরুখ ভক্তরা পোস্টারিং করছেন। চলছে টিশার্ট ছাপানোর কাজ।

ডাঙ্কির অ্যাডভান্স বুকিং

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডাঙ্কি ছবিটির অ্যাডভান্স বুকিং। ৮-৮.৩০ টা থেকেই দেখা যাবে শাহরুখ খানের এই ছবিটি। বুকিং শুরু হওয়া মাত্র হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে এই ছবির টিকিট।

ডাঙ্কির প্রসঙ্গে

ডাঙ্কির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই ছবিতে আছেন শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখ। এখানে হার্ডি এবং তাঁর বন্ধুদের গল্প দেখা যাবে যাঁরা বিদেশ যেতে চায় সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু তারপর? সেটা নিয়েই এই ছবি।

(Feed Source: hindustantimes.com)