ক্রমশ বড় হচ্ছে ব্ল্যাক হোল? আজব ধাঁধার উত্তর দিতে পারেনি অনেকেই

ক্রমশ বড় হচ্ছে ব্ল্যাক হোল? আজব ধাঁধার উত্তর দিতে পারেনি অনেকেই

নিজস্ব প্রতিবেদন: অপটিকাল ইলিউশন আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ এবং মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে কোনও অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলি আবার মাথা খারাপ হয়ে যাওয়া। সম্প্রতি যেমন এই অপটিকাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

সোশাল মিডিয়া Reddit এ দিন কয়েক আগে একটি অপটিকাল ইমেজ ভাইরাল হয়েছে। ছবিটির বিশেষত্ব এমন কিছু নয়। যেখানে দেখা যাচ্ছে একটি ব্ল্যাক হোল নিজে না বেড়েই বড় হয়ে যাচ্ছে। কালো পলকা ডট এর ব্যাকগ্রাউন্ডে একটি কালো ছোপ রয়েছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখা যাবে সেটি বড় হয়ে যাচ্ছে। কিন্তু আসল ছবিটিই কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না।

মনে প্রশ্ন উঠতেই পারে কীভাবে সম্ভব এটি! এই ছবিটি তৈরি করেছে তিন জন। একটি গবেষণার অংশ হিসেবে এই ছবিটি তৈরি করা হয়েছে। নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টরা এটি নিয়ে কাজও করেছেন। তারা বলেছেন এটা কোনও GIF নয়। এটাও মজার যে কোনও ডটের দিকে তাকালে কিন্তু কালো ছোপটি হারিয়ে যাবে।

এই গবেষণাটি করা হয়েছে ১৮ থেকে ৪১ বছর বয়সিদের মধ্যে। এমনটাই বলা হয়েছে রিসার্চ পেপারে। সেখানেই দেখা গিয়েছে ৮৬ শতাংশ লোক দেখেছে যে কালো ছোপ ক্রমশই বড় হয়ে উঠছে। যদিও ১৪ শতাংশের কথায়, তারা ছবিটিতে কোনও বদল দেখতে পাচ্ছেন না। এই ছবিটি সোশালে দিতেই জনপ্রিয় হয়েছে। ৫  হাজার ২০০টি লাইক পড়েছে পাশাপাশি ১০০টি কমেন্ট ও পড়েছে।

আপনি কি দেখতে পাচ্ছেন?

(Source: zeenews.com)