বাংলাদেশঃ দোকানে হামলা ও মালামাল লুটের অভিযোগ

বাংলাদেশঃ দোকানে হামলা ও মালামাল লুটের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লীবিদ্যুৎ বাজারের এক মোবাইল ও ইলেক্ট্রনিক্স দোকানে হামলা চালিয়ে ১০ টি মোবাইল ফোন, বিভিন্ন যন্ত্রণাংশ, নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ ২৬ হাজার টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘঠেছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী হাসান আলী নামে এক ব্যবসায়ী।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর বনবাড়ী গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ও রহিমানপুর পল্লীবিদ্যুৎ বাজারের হাসান মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের স্বত্বাধিকারী হাসান আলীর সাথে একই গ্রামের তার আপন চাচা মরহুম তসলিম উদ্দীনের ছেলে আব্দুল লতিফের (৫৫) জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই জেরে অজ্ঞাতনামা ৫/৬ দুবৃত্ত লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গত ১৫ ডিসেম্বর বিকেল ৪ টায় রহিমানপুর পল্লীবিদ্যুৎ বাজারের হাসান মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে হামলা চালায়। তারা হাসান আলীকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে।

এরপর দুর্বৃত্তরা দোকানে রক্ষিত বিভিন্ন মডেলের ১০ টি মোবাইল ফোন, ইলেকট্রনিকস যন্ত্রণাংশ, নগদ ৫৫ হাজার টাকাসহ প্রায় দুই লক্ষ ২৬ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে। ওই সময় দুর্বৃত্তরা দোকানের একটি পারটেক্স টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

বাজারের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ব্যবসায়ী হাসান আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্যসহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(Feed Source: sunnews24x7.com)