Bajrang Punia: ব্রিজভূষণ পর্বের জের, মোদীকে পদ্মশ্রী ফেরাচ্ছেন বজরং পুনিয়া!

Bajrang Punia: ব্রিজভূষণ পর্বের জের, মোদীকে পদ্মশ্রী ফেরাচ্ছেন বজরং পুনিয়া!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কারণ সেই ব্রিজভূষণ! সাক্ষী মালিকের পথেই হাঁটলেন বজরং পুনিয়া। প্রধানমন্ত্রীকে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিচ্ছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী এই কুস্তিগির। কেন? মোদীকে চিঠি লিখেছেন তিনি।

ঘটনাটি ঠিক কী? চলতি বছরের শুরুতে  যৌন হেনস্থার অভিযোগ ওঠেছিল সর্বভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন সভাপতি, বিজেপি সাংসদ  ব্রিজভূষণ শরন সিংয়ের। প্রতিবাদে পথে নেমেছিলেন দেশের তারকা কুস্তিগিররা। বলেছিলেন, ব্রিজভূষণ যদি পদ থেকে সরানো না হয়, তাহলে খেলাই ছেড়ে দেবেন! সহ্য করতে হয়েছিল ‘পুলিসি অত্যাচার’। কেন্দ্রের হস্তক্ষেপে শেষপর্যন্ত গঠন করা হয়েছিল কমিটি। মামলা গড়িয়েছিল আদালতে।

এদিকে ব্রিজভূষণের পর এবার সর্বভারতীয় কুস্তি ফেডারেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। কিন্তু তিনি ব্রিজভূষণের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে একে একে বিদ্রোহ করছেন দেশের নামী কুস্তিগিররা। সেই তালিকায় এবার বজরং পুনিয়াও।

বজরং পুনিয়ার মতোই রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক। গতকাল দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমরা ৪০ দিন রাস্তায় শুয়েছি। দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর লোক আমাদের সমর্থন করতে এসেছিলেন। যদি ব্রিজভূষণ সিংয়ের ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ট সহযোগী ডব্লিউএফআই-এর সভাপতি পদে নির্বাচিত হন, তাহলে আমি কুস্তি ছেড়ে দেব’।

সাক্ষী জানান,  ‘আমরা একজন মহিলা সভাপতির দাবি জানিয়েছিলাম। কোনও মহিলা পদে এলে মেয়েদের হয়রানি হত না। অতীতে নারীদের কোনও অংশগ্রহণ ছিল না। এবং আজ আপনারা তালিকা দেখে নিন, একজন মেয়েও পদে নেই।। আমরা পূর্ণ শক্তির সঙ্গে লড়াই করেছি, এই লড়াই চলবে। নতুন প্রজন্মের কুস্তিগীরদেরও লড়াই করতে হবে’।

(Feed Source: zeenews.com)