বাড়ছে তাপমাত্রা, কমবে শীত
এবার কি উষ্ণ বড়দিন (Christmas Weather Update) ? আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সেরকমই বলছে। প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল তা আপাতত শেষের পথে। দু’দিনে ২ ডিগ্রি চড়েছে পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি
পশ্চিমি ঝঞ্ঝা, আর বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের (Cyclone) ভ্রুকুটি। পূবালি হাওয়ার দাপটে পিছু হটছে উত্তুরে হাওয়া। আর তারই প্রভাবে বাড়ছে তাপমাত্রা। একদিকে যেমন ক্রিসমাস উষ্ণ হওয়ার আশঙ্কা, তেমনই বড়দিন কতটা ঝলমলে থাকবে, তা নিয়েও থেকে যাচ্ছে সংশয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। যার জেরেই আশঙ্কা, তাহলে কি বর্ষশেষ ও বর্ষবরণের আনন্দ মাটি করবে বৃষ্টি।
বৃষ্টি-কুয়াশা শঙ্কা
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে নতুন করে তুষারপাত হওয়ায়, দার্জিলিঙের উচ্চ পার্বত্য অঞ্চলে ঠান্ডার কামড় রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
(Feed Source: abplive.com)