সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই – অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক

সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই – অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক

শুভব্রত মুখার্জি: ভারতীয় রেসলিং তথা কুস্তির ইতিহাসে অন্যতম সেরা কুস্তিগীর সাক্ষী মালিক। অলিম্পিক্সের মঞ্চে দেশকে পদকও এনে দিয়েছেন সাক্ষী। সাম্প্রতিক সময়ে সাক্ষী, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের দাঁত চাপা লড়াইয়ের সাক্ষী থেকেছে প্রত্যেকটি ভারতবাসী। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে রাজপথে নেমে তাঁরা কঠোর লড়াই চালিয়েছিলেন। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল ব্রিজভূষণ শরণ শর্মার হাতে। এই অভিযোগ তুলে যে আন্দোলন গড়ে উঠেছিল, তাতে কার্যত নেতৃত্ব দিয়েছিলেন সাক্ষী মালিকরা। তার জেরেই পদ থেকে সরতে হয়েছিল ব্রিজভূষণকে।

এর পরে অনুষ্ঠিত হয় নির্বাচন। সেই নির্বাচনে আবার ব্রিজভূষণ শরণ শর্মার কাছের লোক সঞ্জয় সিং জিতেছে। আর এই ঘটনার পরেই হঠাৎ করেই অবসর ঘোষণা করেন সাক্ষী মালিক। তবে রবিবার কেন্দ্রীয় সরকার ভারতীয় রেসলিং ফেডারেশনকে আপাতত সাসপেন্ড করেছে। আর তার পরেই সাক্ষী ফের আসরে নেমেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারের সঙ্গে লড়াই নেই, অবসর নিয়েছেন ঠিকই, তবে মহিলা কুস্তিগীরদের ন্যায়ের জন্য লড়বেন তিনি।

ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রতি কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি লিখিত (নিষেধাজ্ঞার বিষয়ে) কোনও কিছু এখন ও দেখিনি। আমি জানি না যে, শুধু মিস্টার সিং (সঞ্জয়) নাকি গোটা নির্বাচিত বডির উপরেই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। আমাদের লড়াই কখনও-ই সরকারের বিরুদ্ধে ছিল না। আমার লড়াই ছিল মহিলা কুস্তিগীরদের জন্য। আমি অবসর নিয়েছি ঠিকই। তবে মহিলা কুস্তিগীরদের ন্যায়ের জন্য লড়ব।আমার সেই লড়াই থামেনি।’

পাশাপাশি তাঁর অবসরের সিদ্ধান্তের পরিবর্তনও যে পরিবর্তিত পরিস্থিতিতে সম্ভব, তার একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমি এখনই এই (অবসর তুলে নেওয়ার বিষয়ে) নিয়ে কিছু বলতে পারব না। আমার সিদ্ধান্ত নির্ভর করছে পরিস্থিতির উপরে। কী ধরনের ফেডারেশন গঠিত হচ্ছে, তা দেখে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

রবিবারেই জাতীয় ক্রীড়া নীতি ভেঙে তড়িঘড়ি টুর্নামেন্ট আয়োজনের যে সিদ্ধান্ত ডব্লুএফআই নিয়েছিল, তাঁকে সম্পূর্ণ অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। আর এর জেরেই গোটা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচিত কর্মকর্তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই ব্রিজভূষণ শরণ শর্মার খুব কাছের মানুষ হিসাবে পরিচিত সঞ্জয় সিং নির্বাচিত হন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে। তার পরপরেই অবসর ঘোষণা করেন সাক্ষী মালিক।

(Feed Source: hindustantimes.com)