কেন ব্যর্থতা? ফেরান্দোকে কারণ দর্শাতে বলল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট

কেন ব্যর্থতা? ফেরান্দোকে কারণ দর্শাতে বলল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট

শুভব্রত মুখার্জি:- এএফসি কাপে খেলার কারণে একটা ছোট বিরতির পরে ফের আইএসএলে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। তবে তাদের পারফরম্যান্সে রয়েছে ধারাবাহিকতার অভাব। বিরতির পর একটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে জয়ের পরপরেই ঘটেছে ছন্দপতন। পরপর দুটি ম্যাচে হেরেছে মোহনবাগান দল। মুম্বই এফসির বিরুদ্ধে লড়াই করে হারতে হয়েছে তাদের। তবে শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে একেবারে উড়ে গিয়েছে তারা। ৪-১ গোলের বিরাট ব্যবধানে জুয়ান ফেরান্দো বাহিনীকে হারিয়ে দিয়েছে এফসি গোয়া। আর এই লজ্জাজনক হারের পরেই এবার ফেরান্দোর কাছে কারণ দর্শাতে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফে।

ঘরের মাঠে এফসি গোয়ার কাছে কি কারণে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে সেই কারণ নাকি ব্যাখ্যা করেছেন ফেরান্দো। মুম্বই এফসি ম্যাচে একাধিক রেড কার্ড দেখা এবং দলের একাধিক ফুটবলারের চোট আঘাতের কারণে তাদের পারফরম্যান্সে প্রভাব পড়েছে বলে মত ফেরান্দোর। ঘটনাচক্রে টানা সাত ম্যাচে আইএসএলে অপরাজিত ছিল মোহনবাগান দল। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই তাদের ছন্দপতনের শুরু। গোয়ার বিরুদ্ধে ম্যাচে তা হতাশায় রুপ নিয়েছে। কার্ড সমস্যার জন্য গোয়ার বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান পায়নি লিস্টন কোলাসো, আশিষ রাই এবং হেক্টর ইউয়েস্তাদের। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আবার চোটের কারণে পায়নি আব্দুল সামাদকে।

পাশাপাশি টানা ম্যাচ খেলার ধকলকে ও তুলে ধরেছেন ফেরান্দো। শেষ ১০ দিনে মোহনবাগান দল তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে। আর টানা ম্যাচ খেলার ধকল এবং ক্লান্তি থেকে দলকে রেহাই দিতে রবিবার ফুটবলারদের অনুশীলন থেকে ছুটি দিয়েছেন জুয়ান ফেরান্দো। বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার আগে ব্রেন্ডন হামিলের হ্যামস্ট্রিংয়ের চোট ও ভাবাচ্ছে ফেরান্দোকে। গোয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পান হামিল। ফলে ৭৩ মিনিটে তুলে নিতে হয়েছিল তাঁকে। আর গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ও যাওয়া হয়নি মোহনবাগানের। ফলে যে কোন মূল্যে বুধবার কেরালার বিরুদ্ধে ম্যাচ জিততে মুখিয়ে রয়েছেন ফেরান্দো।

তবে গত ম্যাচ শেষে যুবভারতীতে গো ব্যাক স্লোগান শুনতে হয় ফেরান্দোকে। আইএসএল জয়ূী কোচকে হঠাৎ কেন পরিস্থিতির মধ্য়ে পড়তে হল, প্রশ্ন উঠছে। তবে বাগান কর্তা দেবাশিস দত্ত সমর্থকদের উদ্দেশ্যে মাঠ ছাড়ার আগে বলেন, এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, ফলে চিন্তা করার কিছু নেই। কিন্তু তারপরই দলের এই পরিস্থিতির জন্য কোচের কাছে কারণ জানতে চাইল বাগান টিম ম্যানেজমেন্ট।

(Feed Source: hindustantimes.com)