শিশিরকে প্রণামের শাস্তি? সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূল

শিশিরকে প্রণামের শাস্তি? সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূল
ঋত্বিক প্রধান, অমিত জানা, পূর্ব মেদিনীপুর: আগেই করা হয়েছিল শোকজ আর এবার এল পদত্যাগের নির্দেশ। শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম আর তারপর ‘পূজ্যপদ গুরুদেব’ বলে সম্বোধন করেছিলেন মঞ্চে। এরপরই দলের রোষে পড়লেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না।

কাঁথির এক বেসরকারি সকুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না। সেখানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। পরে বক্তব্য রাখার সময় ‘পূজ্যপদ গুরুদেব’ বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে।

২০২১ সালের ২১ মার্চ, পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহর সভায় দেখা গেছিল শিশির অধিকারীকে। তারপর থেকেই তৃণমূলের চোখের বালি শিশির অধিকারী। তিনি কোন দলের, তার ব্যখ্যা চেয়ে বারবার তীব্র আক্রমণ শাণিয়েছে ঘাসফুল শিবির । এমনকী সম্প্রতি শুভেন্দু অধিকারীর বাবা, কাঁথির সাংসদ শিশির অধিকারীর সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ তুলে সরব হয় দল। এই আবহেই সম্প্রতি প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম এবং তাঁকে গুরুদেব বলে সম্বোধন করে, শাস্তির কোপে পড়লেন তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না।

তাঁকে আগেই শোকজ করেছিল দল।এবার নেমে এসেছে শাস্তির খাঁড়া। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে। যদিও এ নিয়ে কোনও চিঠি পাননি, জানিয়েছেন কাঁথির তৃণমূল নেতা! সব মিলিয়ে লোকসভা ভোটের আগে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দলীয় নেতৃত্বের টানাপোড়েন তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন :

(Feed Source: abplive.com)