‘সুকৃতের ব্যাপারে…’, দিদি নম্বর ১-এ ‘মানিক’কে নিয়ে ‘কমলা’ অয়ন্যাকে প্রশ্ন রচনার

‘সুকৃতের ব্যাপারে…’, দিদি নম্বর ১-এ ‘মানিক’কে নিয়ে ‘কমলা’ অয়ন্যাকে প্রশ্ন রচনার

সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে এসেছিলেন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের টিম। ছোটবয়সে বিয়ে, একে অপরকে ভালোলাগা, নতুন সংসারে মানিয়ে নেওয়া, সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে একটা মেয়ের পড়াশোনা, সব মিলিয়ে বেশ ভালোই এগোচ্ছিল এই মেগার গল্প। যদিও পরকীয়া, সাংসারিক কুটকাচালি-র চাপে পড়ে বেশ অনেকটাই পিছিয়ে ছিল টিআরপি-তে। মাত্র ৮ মাসেই শেষ হয় কমলা আর মানিকের পথচলা।

তবে দিদি নম্বর ১-এ এসে বেশ খোশমেজাজেই পাওয়া গেল সিরিয়ালের দুই শিশুশিল্পীকে। এই ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন সুকৃত সাহা ও অয়ন্যা চট্টোপাধ্যায়কে। জি বাংলার ‘রাণী রাসমণি’ ধারাবাহিক দিয়ে পথ চলা শুরু করেন শিশুশিল্পী অয়ন্যা। শিশু সারদা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। মৈনাক ভৌমিক পরিচালিত ফিল্ম ‘মিনি’-তে মিমি চক্রবর্তী-র বোনঝির ভূমিকায় নজর কেড়েছিলেন। এরপর করিশ্মা কাপুর অভিনীত ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ অভিনয় করেছেন তিনি। বোধিসত্ত্বের বোধবুদ্ধি সিরিয়ালের পপর মুখ্য চরিত্রে কাজ করা শুরু কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে।

অয়ন্যা রচনার কাছে প্রশ্ন রাখলেন, ‘সুকৃতের ব্যাপারে সবাই কী বলে?’ যাতে পর্দার মানিকের জবাব, ‘একটা ভালো ছেলের ব্যাপারে কী আর বলতে পারে বলো’। আর তাতে কমলা-র উত্তর, ‘থাক বাদ দাও’। মা সোনালীর সঙ্গে এসেছিলেন সুকৃত, আর অয়ন্যার পাশে ছিল তাঁর বাবা।

জিতের মানুষ সিনেমায় তাঁর অনস্ক্রিন মেয়ের চরিত্রে সদ্য দেখা গিয়েছে অয়ন্যাকে। এক সাক্ষাৎকারে ছোট্ট অয়ন্যা জানান, এর আগে জিৎ প্রযোজিত সুইজারল্যান্ড ছবির জন্য তিনি অডিশন দেন ২০১৯ সালে, কিন্তু সিলেক্ট হন না।

কমেন্ট বক্সে সুকৃৎ আর অয়ন্যাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘আহা আমার কমোরাজ। আমাদের কমোরাজকে আনার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ জি বাংলা।’ তবে একজনের আবার প্রশ্ন, স্টার জলসার মেগা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের দুই কাস্টকে কেন জি নিয়ে এল দিদি নম্বর ১-এ।  আসলে সুকৃতকে এর আগে দেখা গিয়েছিল জি-এর ধারাবাহিক রাশি-তে। আর অয়ন্যা তো ছিলেনই বোধিসত্ত্বের বোধবুদ্ধি, করুণাময়ী রাণী রাসমণি-তে।

(Feed Source: hindustantimes.com)