জানুয়ারিতে বাড়বে বেতন, মিলবে বকেয়া, এই IT সংস্থার কর্মীদের মুখে ফুটবে হাসি

জানুয়ারিতে বাড়বে বেতন, মিলবে বকেয়া, এই IT সংস্থার কর্মীদের মুখে ফুটবে হাসি

জানুয়ারিতেই বাড়বে বেতন। সুখবর পেতে চলেছেন ইনফোসিস কর্মীরা। রিপোর্ট অনুযায়ী, দেরি হলেও অবশেষে কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে ভারতের অন্যতম বড় আইটি সংস্থা ইনফোসিস। জানা গিয়েছে, ডিসেম্বরেই সংস্থার অনেক কর্মীর ইমেলে ‘বেতন সংশোধন’ সংক্রান্ত মেল পৌঁছেছে। কার বেতন কতটা বেড়েছে, সেই হিসেব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। জানা গিয়েছে, ইনফোসিসের কিছু কিছু ইউনিট তাদের বাজেট ঠিক করছে। এই আবহে বর্ধিত বেতন দেওয়া শুরু করতে বিলম্ব হয়েছে সংস্থার।

রিপোর্ট অনুযায়ী, ১ নভেম্বর থেকে কার্যকর হবে ইনফোসিস কর্মীদের বেতন বৃদ্ধি। এই আবহে এক মাসের বকেয়া ডিসেম্বরের বেতনের সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকবে কর্মীদের। প্রসঙ্গত, এই সংস্থায় সাধারণত ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধি হয়ে থাকে। তবে এবার ৭ মাস পরে বেতন বৃদ্ধি হল কর্মীদের। পাশাপাশি এই সাত মাসের বেতন বৃদ্ধির টাকাও কার্যত ‘মার গেল’। এদিকে জানা গিয়েছে, সংস্থায় সদ্য প্রবেশ করা কর্মীদের এবারে বেতন বৃদ্ধি করা হয়নি। এদিকে গড়ে ১০ শতাংশের কমেই বেতন বৃদ্ধি হয়েছে কর্মীদের। জানা গিয়েছে, বহু কর্মীরই বেতন বৃদ্ধি হয়েছে ১০ শতাংশের কম। এদিকে কারও কারও বেতন বৃদ্ধি হয়েছে ১১ থেকে ১৪ শতাংশের মধ্যে। এই আবহে গড়ে ১০ শতাংশেরও কম হারে কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে এবারে।

এর আগে ২০২২-২৩ সালে নগদ প্রবাহ বজায় রাখতে কর্মীদের বেতন বৃদ্ধি আটকে দিয়েছিল। তবে এবার দেরিতে হলেও অবশেষে বেতন বৃদ্ধি হল সংস্থার কর্মীদের। এর আগে অবশ্য সংস্থার প্রাক্তন সিএফও নীলাঞ্জন রায় জানিয়েছিলেন যে নভেম্বর থেকে বেতন বৃদ্ধি হবে সংস্থার কর্মীদের। সম্প্রতি অবশ্য নীলাঞ্জন নিজেই সবাই অবাক করে দিয়ে সংস্থা থেকে পদত্যাগ করেন। আর ২০২৪ আসার কয়েকদিন আগে বেতন বৃদ্ধির ‘সুখবর’ পেলেন সংস্থার কর্মীরা।

এদিকে গতমাসেই ইনফোসিসের কর্মীরা পেয়েছিলেন ভেরিয়েবল পে। রিপোর্ট অনুযায়ী, এবার গড়ে ৮০ শতাংশ ভেরিয়েবল পে পেয়েছিলেন আইটি সংস্থার কর্মীরা। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের ভেরিয়েবল ছিল এটি। এর আগে চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন মাসেও ৮০ শতাংশ হারেই ভেরিয়েবল পে পেয়েছিলেন এই সংস্থার আইটি কর্মীরা। যদিও এবারের গড় ভেরিয়েবল পে গত অর্থবর্ষের প্রথম এবং শেষ ত্রৈমাসিকের তুলনায় বেশি। এর আগে ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিক শেষে গড়ে ৬০ শতাংশ হারে ভেরিয়েবল পে দেওয়া হয়েছিল ইনফোসিস কর্মীদের। এদিকে গতবছর মার্চ-জুন ত্রৈমাসিকে গড়ে ৭০ শতাংশ হারে ভেরিয়েবল পে দেওয়া হয়েছিল।

(Feed Source: hindustantimes.com)