মাধ্যমিক পরীক্ষায় বসতে নবম শ্রেণিতেই মধ্যশিক্ষা পর্ষদে রেজিস্ট্রেশন করাতে হয় পড়ুয়াদের। প্রতিবছরই সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। তবে সময়ে সেই কাজ না হওয়ায় এবছর রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত সময়ে জরিমানা ভরে রেজিস্ট্রেশন করার অনুমতি দেওয়া হয়েছিল। অবশ্য এবার কড়া হচ্ছে পর্ষদ। বছর শেষে এক নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্য পর্ষদকে রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সব স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এই মর্মে চিঠি পাঠিয়ে পর্ষদ জানিয়েছে, রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য স্ট্যাম্প পেপারে লিখে তাঁদের পর্ষদকে দিতে হবে। আর তা না করা হলে ওই স্কুলের পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার সময় অসুবিধা হতে পারে।
নির্দেশিকা অনুযায়ী, প্রধান শিক্ষকদের নন জুডিশিয়াল ১০ টাকার স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে যে তাঁর স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের সবার রেজিস্ট্রেশন হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছিল। পরে জানানো হয়, লেট ফি দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ৩১ ডিসেম্বরের পর পড়ুয়ারা আর কোনও রেজিস্ট্রেশন জমা দিতে পারবেন না। এই আবহে স্কুলের সব পড়ুয়া সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন কি না, তা আগামী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে স্ট্যাম্প পেপারে লিখে পর্ষদকে জানাতে হবে।
এদিকে বছর ঘুরলেই মাধ্যমিক পরীক্ষা। এখন থেকেই সব ছাত্রছাত্রী নিজের প্রস্তুতিতে মন দিয়েছেন। তবে মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পরীক্ষায় যাতে কোনও বিতর্ক না ওঠে সেটার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আর তাই এবারের মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা আরও কড়াকড়ি করা হচ্ছে। অর্থাৎ আঁটোসাঁটো নিরাপত্তায় এবার পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। এই নিরাপত্তার মধ্যে রয়েছে সিসিটিভি। এই সিসিটিভি ঘোরাটোপে এবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। সেই ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। এবার পরীক্ষাকেন্দ্রগুলিকে এমনই চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পরীক্ষার দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। যান্ত্রিক ত্রুটির কারণে সিসিটিভিরগুলির সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর তা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
(Feed Source: hindustantimes.com)