গত ২৪ ঘণ্টায় দেশে ৭৪৩ জন নতুন করে কোভিড -19 এ আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে সামান্যই কমেছে সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার ৭৯৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন দেশে। এরই মধ্যে ভয় ধরাচ্ছে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, কেরলে তিন জন, কর্ণাটকে দুই জন এবং তামিলনাড়ু ও ছত্তীসগড়ে একজন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সরকারি তথ্য অনুসারে, দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৯৯৭। গতকাল অবধি এই সংখ্য়াটা ছিল ৪০৯১। সারা দেশে এখনও মোট কোভিড হয়েছেন ৪.৫০ কোটি (৪,৫০,১২,৪৮৪)। দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩৩৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় Covid-19 থেকে সেরে উঠেছেন ৮৩০ জন। এখন কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮.৮১ শতাংশ। গতকাল কোভিড আক্রান্তের যে সংখ্যা প্রকাশিত হয়েছিল, তা গত মে মাস থেকে সর্বোচ্চ। ভারতে মোট ১৭৮ টি JN.1 sub-variant এর কেস ধরা পড়েছে এখনও অবধি। গোয়াতে ৪৭ জন নতুন এই উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন। আর কেরলে ৪৭ জন আক্রান্ত হয়েছেন JN.1 sub-variant এ।
শুক্রবারে প্রকাশিত তথ্য় অনুসারে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৯৭ জন। মারা গিয়েছিলেন ৫ জন। সেটা ছিল গত ২২৫ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ । বছর শেষে রাজ্যেও ছড়িয়েছে করোনা আতঙ্ক। ৫ মাস পরে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে শুক্রবার।
(Feed Source: abplive.com)