বছরশেষের পার্টি সিনেমা হলে! শনিবারে ডাঙ্কি না সালার, কে কত কোটির ব্যবসা করল

বছরশেষের পার্টি সিনেমা হলে! শনিবারে ডাঙ্কি না সালার, কে কত কোটির ব্যবসা করল

বছরশেষে সিনেমায় মজে দেশবাসী। তবে অপশন হিসেবে ‘ডাঙ্কি’ অনেকখানি এগিয়ে আছে ‘সালার’-এর থেকে। এর আগে ২০১৮ সালেও এমনটা হয়েছিল। সেই সময় ক্ল্যাশ হয়েছিল জিরো আর কেজিএফের। দক্ষিণের ছবির ব্যবসার চাপে বলিউড মার খায় সেই সময়।

sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, শনিবার মুক্তির ১০ দিন পর ডাঙ্কি ঘরে তোলে ৯.২৫ কোটি। আর অন্য দিকে, শনিবারে সালারের আয় ১২.৫০ কোটি।

ডাঙ্কি বক্সঅফিস কালেকশন:

ইতিমধ্যেই রাজকুমার হিরানি মুখ খুলেছেন। ডাঙ্কির বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যাতে জবাব দিয়ে মুন্না ভাই, থ্রি ইডিয়টস-খ্যাত পরিচালক বলেন, ‘বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না। এমন নয় আমি কমার্শিয়াল সাফল্য চাই না। কিন্তু যখনই আপনি এটা নিয়ে বেশি ভাববেন, তখন এক ধরনের একটা রং লেগে যাবে আপনার উপর। তখন আপনার মাথায় কাজ করতে পারে, এই অভিনেতা নেব, তাঁর ফ্যানরা ছবি দেখতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি।’

২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল ডাঙ্কি। আর ১০ দিনে ভারতের বাজারে এই ছবির মোট আয় ১৭৬.৪৭ কোটি।

সালার বক্স অফিস কালেকশন:

বাহুবলী-র দুটি পার্টও দুর্দান্ত ব্যবসা করেছিল ভারত-সহ বিশ্বব্যপী। সেই সময় গোটা দেশের ক্রাশে পরিণত হন দক্ষিণের এই অভিনেতা। কিন্তু ব্যাপার হল, তারপর আর সেভাবে সাফল্য আসেনি অভিনেতার ঝুলিতে।মুখ থুবড়ে পড়েছিল আদিপুরুষ। তবে, সালার দিয়ে ফের ঘুরে দাঁড়ালেন প্রভাস।

বড়সড় অঙ্ক ৯০.৭ কোটি নিয়েই খাতা খুলেছিল সালার। ৯ দিনে মোট এই সিনেমা ব্যবসা করল ৩২৯.৬২ কোটির।

১০০০ কোটির হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নেমেছিলেন শাহরুখ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হল না কিং খানের। বুধবার #AskSRK সেশনে ভক্তদের সে কথাই জানান সুপারস্টার। মাত্র ১৫ মিনিটের সময় বেঁধেছিলেন শাহরুখ। ছোট ছেলের কাছে ভিডিয়ো গেমে হেরে একটু জিইয়ে নিতে সোশ্যালে ঢুঁ মারেন নায়ক। উত্তর দেন ভক্তদের কিছু বাছাই করা প্রশ্নের। ‘ডাঙ্কি’র সাফল্যে সন্তুষ্ট তিনি, সে কথাও জোর দিয়ে জানান অভিনেতা। পরপর

(Feed Source: hindustantimes.com)