‘চাই বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হোক’, নীলুর বাউন্সারের মুখে ছক্কা সৌরভের

‘চাই বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হোক’, নীলুর বাউন্সারের মুখে ছক্কা সৌরভের

দাদাগিরি-র মঞ্চে নতুন বছরের একদম গোড়াতেই হাজির হচ্ছে মিঠিঝোরা টিম। আরাত্রিকা, দেবাদৃতারা এবার মুখোমুখি হবেন দাদার গুগলির। সেই প্রোমো মঙ্গলবার সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ।

এই সিরিয়ালের হাত ধরেই জি বাংলার পর্দায় ফিরেছেন দেবাদৃতা। এদিন ‘জয়ী’ খ্যাত নায়িকার বাউন্সারের মুখে পড়লেন মহারাজ। সৌরভকে দেবাদৃতা সটান জিগ্গেস করেন, ‘তুমি তো এখন কলকাতার ব্র্যান্ড অ্যাম্বেসাডার, কলকাতায় নতুন কী করতে চাও বা দেখতে চাও?’ বেশি সময় না নিয়েই প্রশ্নের জবাব দিলেন সৌরভ। বলেন-‘আমি চাই বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হোক’। সোশ্যালে ভাইরাল সৌরভের এই মন্তব্য। নিন্দকরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি। একজন লেখেন, ‘মুখে ডায়লগ সকলে দিতে পারে, পারলে কাজে করে দেখান।’

এদিন সৌরভের প্রশংসায় পঞ্চমুখ রাইপর্ণার মা পৌষমিতা গোস্বামী। তিনি দাদার উদ্দেশে বলেন, ‘তুমি এমন একজন রাজা, যিনি সব রাজা-রানিদের রাজা’। মুখে চওড়া হাসি, জোর হাতে সেই প্রশংসার জবাব দিলেন সৌরভ। তবে সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো দেখে অনেকেই বিঁধতে ছাড়েননি নির্মাতাদের। একাংশের দাবি, দাদাগিরি এখন বড্ড বেশি তারকাকেন্দ্রিক। জি বাংলার সিরিয়ালের কলাকুশলীরা এসেই মঞ্চ ভরিয়ে দিচ্ছেন, আম জনতার নাকি দেখাই মেলে না শো-তে।

প্রসঙ্গত, জি বাংলায় গত নভেম্বরের শেষেই শুরু হয়েছে ‘মিঠিঝোরা’। পরিবারের জন্য রাইপূর্ণার আত্মত্যাগের কাহিনি ফুটে উঠছে ধারাবাহিকে। বিয়ের আসরে আসবার মুহূর্তে রাই জানতে পারে তাঁর বাবার মৃত্যু হয়েছে। পরিবারের হাল ধরতে বিয়ে না করার সিদ্ধান্ত নেয় সে, ওদিকে হবু বরকে কিছু না জানিয়েই বিয়ের মণ্ডপে বসিয়ে দেয় নিজের বোন নীলুকে। শৌর্য (সপ্তর্ষি রায়) আর নীলুর বিয়ে সম্পন্ন হলেও নীলুকে বাড়ির বউ হিসাবে মানতে না-রাজ নীলুর পরিবার। রাইয়ের উপর ক্ষুব্ধ হলেও বিবাহিত স্ত্রীর হাত ছাড়েনি শৌর্য।

মিঠিঝোরা-র দর্শকরা বেশ হতাশ। কারণ ইতিমধ্যেই ভেঙে গিয়েছে রাই-শৌর্য জুটি। শৌর্য যে রাইয়ের হিরো নয়, তা এতদিনে বুঝে গিয়েছে সকলে। তাই দাদাগিরির মঞ্চেই শেষবার জুটিতে দেখতে পাবে দুজনকে। আরাত্রিকার পোস্টে সেই হতাশাই উগরে দিয়েছে তারা। আগামী ৭ই জানুয়ারি অর্থাৎ রবিবার, মিঠিঝোরা টিমকে দাদাগিরি-র মঞ্চে দেখতে পাবে ফ্যানেরা।

(Feed Source: hindustantimes.com)