২০২৩ সালে গোটা বিশ্বে ছাঁটাই হয়েছে ২.৬ লাখ কর্মী, ভারতে চাকরি হারান কতজন?

২০২৩ সালে গোটা বিশ্বে ছাঁটাই হয়েছে ২.৬ লাখ কর্মী, ভারতে চাকরি হারান কতজন?

কোভিডের পর থেকেই গোটা বিশ্বে কর্মী ছাঁটাইয়ের ধুম পড়েছিল। তাবড় তাবড় বহুজাতিক আইটি সংস্থাগুলি একলপ্তে হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বের করে দিয়েছে খরচ কমানোর স্বার্থে। এরই সঙ্গে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনের প্রভাবও পড়েছে চাকরির বাজারে। এই সব মিলিয়ে গতবছর গোটা বিশ্বে মোট ২.৬১ লাখ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করা হল নিউজ ১৮-এর রিপোর্টে। লেঅফ-এফওয়াইআই নামক এক ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে নিউজ ১৯।

তথ্য অনুযায়ী, গতবছর শুধুমাত্র ভারতে সংগঠিত ক্ষেত্রে ছাঁটাই হয়েছেন ১৬ হাজার ৪০০ জন কর্মী। দেশ ভিত্তিক ছাঁটাইয়ের তালিকায় ভারত আছে দ্বিতীয় স্থানে। এদিকে তালিকায় শীর্ষ স্থানে আছে আমেরিকা। সেই দেশে গতবছর ১.৭৯ লাখ মানুষকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে সংগঠিত ক্ষেত্রে। গোটা বিশ্বের ছাঁটাইয়ের নিরিখে ৭০ শতাংশ কর্মী ছাঁটাই হয়েছে আমেরিকাতেই। এদিকে তালিকায় তৃতীয় স্থানে ছিল জার্মানি। সেই দেশে চাকরি হারিয়েছেন ১৩ হাজার কর্মী। চতুর্থ স্থানে থাকা সুইডেনে চাকরি হারিয়েছেন ১১ হাজার ১০০ জন। আর পঞ্চম স্থানে থানে থাকা ব্রিটেনে চাকরি হারা হন ৯ হাজার ৪০০ জন কর্মী।

যদি ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির পরিপ্রেক্ষিতে কর্মী ছাঁটাইয়ের বিন্যাস করা হয়, তাহলে দেখা যাবে তালিকায় শীর্ষস্থানে আছে এডটেক সংস্থাগুলি। এই সেক্টরে ৪৭০০ জন কর্মী গতবছর চাকরি হারিয়েছেন। এরপরই তালিকায় আছে খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টর। তাতে কর্মহীন হয়ে পড়েন ২৭৬৫ জন। এদিকে ফিন্যান্স সেক্টরে চাকরি হারান ২ হাজার ১৪১ জন। আর রিটেল ব্যবসায় ছাঁটাই করা হয় ১ হাজার ৭৭২ জন কর্মীকে। এদিকে কনজিউমার প্রোডাক্ট ক্ষেত্রে ১৪৮৮ এবং স্বাস্থ্য খাতে ছাঁটাই হন ৯৯১ জন কর্মী।

গতবছর ভারতে সবথেকে বড় ছাঁটাই করেছে বাইজুস। তারা দফায় দফায় প্রায় ৩৫০০ থেকে ৪০০০ কর্মী ছাঁটাই করেছে। এরপরই তালিকায় আছে পেটিএম। তারা প্রায় ১০০০ জন কর্মীকে চাকরি থেকে বের করে দেয়। এদিকে বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সংস্থা উড়ান ছাঁটাই করে ১৫০ জনকে। অ্যাক্সেনচার গতবছর গোটা বিশ্বে ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করে। এই সংস্থার ৪০ শতাংশ কর্মী ভারতেই স্থিত। এই আবহে মনে করা হচ্ছে ভারতে কর্মরত অ্যাক্সেনচারের অনেক কর্মীরও চাকরি গিয়ে থাকতে পারে গত বছর। এদিকে অ্যামাজন ভারতে ৫০০ কর্মী ছাঁটাই করে গতবছর।

(Feed Source: hindustantimes.com)