UGC NET-র অ্যানসার কি’তে ‘ভুল’? কীভাবে চ্যালেঞ্জ করবেন? কত টাকা লাগবে? সময় কত?

UGC NET-র অ্যানসার কি’তে ‘ভুল’? কীভাবে চ্যালেঞ্জ করবেন? কত টাকা লাগবে? সময় কত?

প্রকাশিত হল UGC NET-র ডিসেম্বর সেশনের ‘অ্যানসার কি’। যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন, তাঁরা UGC NET-র আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in থেকে নিজেদের ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন। সেইসঙ্গে চ্যালেঞ্জও করতে পারবেন ‘অ্যানসার কি’। এনটিএয়ের তরফে জানানো হয়েছে, গত ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে দেশের ২৯২টি শহরে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন ৯,৪৫,৯১৮ জন প্রার্থী। অবশেষে UGC NET-র ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছে।

কীভাবে UGC NET-র ‘অ্যানসার কি’ ডাউনলোড করতে হবে?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-তে যেতে হবে।

২) হোমপেজের বাঁ-দিকে ‘Public Notices’ আছে। শুরুতেই আছে ‘Public Notice Answer Key Challenge UGC – NET December 2023। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের।

৩) একটি পিডিএফ খুলে যাবে। পুরো পিডিএফটা ভালোভাবে পড়ে নিতে হবে প্রার্থীদের। তারপর হোমপেজে লগইন লিঙ্কে ক্লিক করতে হবে। নিজেদের তথ্য দিতে হবে প্রার্থীদের। তারপর হোমপেজে ‘UGC NET December 2023 Provisional Answer Key’ দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

কতদিন UGC NET-র ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে? কত টাকা লাগবে?

এনটিএয়ের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে UGC NET-র ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাচ্ছে। আগামী শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য ২০০ টাকা দিতে হবে। অর্থাৎ যে প্রার্থী একটি প্রশ্নের ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করবেন, তাঁকে ২০০ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে।

ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে সেই টাকা দিতে হবে। যে টাকা ফেরত মিলবে না। আর টাকা (প্রসেসিং ফি) জমা না পড়লে কোনও ‘অ্য়ানসার কি’-র চ্যালেঞ্জ বিবেচিত হবে না। অর্থাৎ ‘অ্য়ানসার কি’-র চ্যালেঞ্জের জন্য ৫ জানুয়ারি রাত ১১ টা ৫০ মিনিটের মধ্যে অবশ্যই টাকা দিতে হবে।

কীভাবে UGC NET-র ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করবেন?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-তে যান।

২) ‘Challenge (s) regarding Answer Key’-তে ক্লিক করুন।

৩) নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে। সিকিউরিটি পিনও দিতে হবে প্রার্থীদের। তারপর সাবমিট করতে হবে।

৪) উত্তর দেখার জন্য ‘View Question Paper’-তে ক্লিক করতে হবে। আর উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য ‘Click to view /Challenge Answer Key’-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।

৫) ক্রমান্বয়ে প্রশ্নের আইডি দেখাবে। ‘Correct Option(s)’-র নীচে যে আইডি আছে, তা সঠিক উত্তর হিসেবে দেখানো হয়েছে। প্রার্থীরা যদি কোনও অ্যানসার কি চ্যালেঞ্জ করতে চান, তাহলে একটি বা একাধিক অপশন আইডি ব্যবহার করতে পারেন।

৬) নিজের পছন্দ মতো অপশন বেছে নিয়ে ‘Save your Claims’-তে ক্লিক করতে হবে। পরের পেজে যেতে হবে প্রার্থীদের। সেখানে দেখানো হবে যে আপনি কোন কোন প্রশ্নের চ্যালেঞ্জ করেছেন। তারপর নিজের দাবির স্বপক্ষে কোনও ফাইল আপলোড করতে পারবেন। সেজন্য ‘Choose File’ অপশন আছে। ‘Save your Claims and pay fee’-তে ক্লিক করতে হবে।

৭) ‘Pay Fee’-তে ক্লিক করতে টাকা দিতে হবে। টাকা জমা হওয়ার পরই উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন জমা পড়বে।

(Feed Source: hindustantimes.com)