নিট ইউজি পরীক্ষা ২০২৫-এ ফিরল কোভিডের আগের প্যাটার্ন! ‘অপশনাল সেকশন’ সরাল NTA
নিট ইউজি পরীক্ষা ফের একবার পুরনো ঘরানাতে ফিরে গেল। ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষা কোভিডের আগের সময়ের পরীক্ষার প্যাটার্নেই হতে চলেছে। ২০২৫ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা নিট ইউজি পরীক্ষা দেবেন, তাঁদের জন্য এই নতুন ফরম্যাট লাগু হচ্ছে। কোভিডের সময় এই পরীক্ষায় সংযুক্ত করা হয়েছিল সেকশন-Bতে একটি ‘অপশনাল প্রশ্ন’র অংশ ও বাড়তি সময়। তবে এবার থেকে তা আর পাবেন না পরীক্ষার্থীরা। চার বছর পর ফের কোভিডের আগের সময়ের নিট ইউজি পরীক্ষার ফরম্যাটে ফিরছে এই পরীক্ষা। ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষার…








