ইউজিসি নেটের ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল! বাকিগুলি কবে হবে? জানাল এনটিএ
ইউজিসি-নেটের ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। আগামী বুধবার (১৫ জানুুয়ারি) সেই বিষয়গুলির পরীক্ষা ছিল। কিন্তু মকর সংক্রান্তি, পোঙ্গলের মতো উৎসবের কারণে সেদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে। সেই বিষয়গুলির পরীক্ষা কবে হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যে যে বিষয়ের পরীক্ষা ছিল, তা নির্ধারিত সূচি মেনেই হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, সেদিনই ইউজিসি-নেট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেটা হচ্ছে না।…



