নিট ইউজি ২০২৪ ও নেট ২০২৪ ঘিরে একাধিক বিতর্ক ইতিমধ্যেই দেখা গিয়েছে। প্রশ্ন ফাঁস ঘিরে উঠেছে নানান দাবি, শুরু হয়েছে তদন্ত। এবার সদ্য এক টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছিল যে নিট পিজি ২০২৪ এর প্রশ্ন ফাঁস হয়েছে। টেলিগ্রাম চ্যানেলের নাম ছিল ‘নিট পিজি লিকড মেটেরিয়াল’।তবে সেই সমস্ক দাবি উড়িয়ে নিট পিজি ২০২৪ এর দায়িত্বে থআকা কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়ান্স’ বা NBEMS সাফ জানিয়েছে, নিট পিজি ২০২৪ এর প্রশ্নই তৈরি হয়নি এখনও।
NBEMS বোর্ড বলছে, ভুয়ো দাবি করা হচ্ছে নিট পিজির প্রশ্ন ফাঁস হয়েছে বলে। বোর্ড সাফ জানিয়েছে, মেডিক্যাল স্নাতোকোত্তরে প্রবেশিকা পরীক্ষা নিট পিজি ২০২৪র প্রশ্নই এখনও তৈরি হয়নি। বোর্ড সতর্কতার সুরে জানাচ্ছে, কোনও মতেই ‘নীতিহীন’ কোনও বার্তার ফাঁদে যেন পা না দেওয়া হয়। অনেকেই এই প্রশ্ন ফাঁস হয়েছে বলে দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি বোর্ডের। বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সমস্ত প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে নিট পিজি ২০২৪-এর প্রশ্নপত্রগুলি এখনও NBEMS দ্বারা প্রস্তুতই করা হয়নি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে করা পেপার ফাঁসের দাবিগুলি ভুয়ো।’ বোর্ড জানিয়েছে, ‘এক শ্রেণির মানুষ মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়ার দাবি করছেন।’ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংস্থার তরফে একটি পুলিশে অভিযোগ করা হয়েছে। সংস্থা বলছে, পরীক্ষার্থীদের থেকে টাকা আত্মসাতের জন্য এমনটা করা হয়েছে।
একটি বিবৃতিতে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে, কিছু মিডিয়া রিপোর্ট যা নিট পিজি ২০২৪ পরীক্ষার সম্ভাব্য পেপার ফাঁসের অভিযোগে সোশ্যাল মিডিয়া পোস্টগুলিকে হাইলাইট করছে, যা মিথ্যা এবং বিভ্রান্তিকর। বোর্ড সতর্কবার্তার সুরে জানিয়েছে, এই পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে প্রত্যক্ষ বা পরোক্ষে তথ্য যাচাি না করে কোনও রকমের বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এমন কোনও প্রকাশিত নথি আসলে, তা নিয়ে কড়া অবস্থানে যাবে NBEMS।
(Feed Source: hindustantimes.com)