কোর্স শেষের পরেও এক বছর ইতালিতে থাকার অনুমতি, ভারতের পড়ুয়াদের বিশেষ সুযোগ

কোর্স শেষের পরেও এক বছর ইতালিতে থাকার অনুমতি, ভারতের পড়ুয়াদের বিশেষ সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পর কোর্স শেষে ডিগ্রি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই দেশ ছাড়তে হয় ভিনদেশী পড়ুয়াদের। ভারতের পড়ুয়াদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয় বারংবার, ফলে কোর্স শেষ হওয়ার পর সেই দেশে কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেতে সময় পান না তারা। এবার এই উদ্দেশেই ভারত এবং ইতালি চুক্তিবদ্ধ হল ভারতীয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। ইতালিতে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়ারা কোর্স শেষের পরেও ১২ মাস অর্থাৎ এক বছর অতিরিক্ত সময় থাকার অনুমতি পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও ইতালির আধিকারিকদের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

গত সপ্তাহে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই চুক্তির লক্ষ্য জনগণের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করা। এছাড়াও শিক্ষার্থীদের গতিশীলতা বৃদ্ধি এবং অভিবাসন সংক্রান্ত সমস্যা দূর করার জন্যই এই সিদ্ধান্ত। ইতালিতে ভিসা ব্যবস্থায় ভারতীয় পড়ুয়াদের জন্য এবার থেকে পড়াশোনা শেষেও ভোকেশনাল বা একাডেমিক ট্রেনিং-এর জন্য বা বিভিন্ন ধরনের ইন্টার্নশিপগুলি করার জন্য অতিরিক্ত এক বছর থাকার সুযোগ দেবে সেই দেশের সরকার। এই চুক্তিটির অন্য একটি দিকও থাকছে। কর্মীবাহিনী বা শ্রমবাহিনীর ক্ষেত্রে ভারত থেকে ইতালিতে কাজ করবার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে ভারতীয় বংশদ্ভুত ৫০০০, ৬০০০ ও ৭০০০ জন স্থায়ী কর্মী সে দেশে যেতে পারবে। একইভাবে এই তিনটি বছরে ৩০০০, ৪০০০ ও ৫০০০ জন মরশুমী ভারতীয় শ্রমিক ইতালিতে কাজ করবার জন্য যেতে পারবে।

২০২৩ সালের ২ নভেম্বর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইতালির ফরেন অ্যাফেয়ার এন্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশনের মন্ত্রী অ্যান্টনিয় তাজানি এই চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের পক্ষ থেকে। এখন দেখার এই চুক্তির ফলে ভারত এবং ইতালির মধ্যে সম্পর্ক কতখানি উন্নত হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতীয় পড়ুয়ারা কতখানি সুযোগ পায় ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে, কিংবা সে দেশের দক্ষ কর্মীবাহিনীতেই বা কতটা সুযোগ পায় ভারতের ছেলেমেয়েরা, তারও উত্তর দেবে আগামী।

(Feed Source: hindustantimes.com)