‘দুয়ারে সরকার’-এ মিলল না স্বাস্থ্যসাথী কার্ড, ‘২৪ ঘণ্টায় কার্ডের ব্যবস্থা’ করলেন সায়ন্তিকা

‘দুয়ারে সরকার’-এ মিলল না স্বাস্থ্যসাথী কার্ড, ‘২৪ ঘণ্টায় কার্ডের ব্যবস্থা’ করলেন সায়ন্তিকা
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : ‘দুয়ারে সরকারে’ ( Duare Sarkar ) আবেদন করেও কাজ হয়নি, অবশেষে কাজ হল ‘দুয়ারে সায়ন্তিকা’য়। চোখ ও পেটের রোগের সমস্যায় জর্জরিত বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুক্তা দত্ত নামে এক বৃদ্ধা পেলেন স্বাস্থ্য সাথীর কার্ড।

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে একাধিকবার আবেদন করেও মেলেনি কার্ড। বৃদ্ধা মুক্তা দত্ত কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন।। এরপর রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে এসেছিলেন গ্রামে। সেখানেই তাঁর কাছে নিজের সমস্যার কথা জানান তিনি। বৃদ্ধার ভাইপো গৌতম দাসের দাবি, সায়ন্তিকার কাছে বিষয়টি জানানোর পর মাত্র ২৪ ঘন্টার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় স্থানীয় বিডিও-র উপস্থিতিতে অতি তৎপরতার সঙ্গে হাতে স্বাস্থ্য সাথীর কার্ড পৌঁছে যায়।

তাঁতের কাজ করে সামান্য রোজগার। কোনওরকনে চলে সংসার।  দীর্ঘদিন চোখ ও পেটের সমস্যায় ভুগছেন। তাই স্বাস্থ্যসাথীর সুবিধের জন্য চেষ্টা করছিলেন বহুদিন। জানালেন ওই বৃদ্ধা। ‘সায়ন্তিকা আমাকে ‘মা’ বলে সম্বোধন করেছিল, তাঁর কাছে আমার সমস্যা জানিয়েছিলাম। তারপর স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেল। ‘

এ বিষয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ উনি পরিবারে একা থাকেন। আমার নজরে বিষয়টি আসার পরেই জেলাশাসককে বলে অতি তৎপরতার সঙ্গে স্বাস্থ্য সাথীর কার্ড করানোর ব্যবস্থা করেছি।’

যদিও এই ঘটনায় সরকারের কর্মসূচি নিয়েই কটাক্ষ করেছেন  স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, ‘ এই ঘটনাই প্রমাণ করে ‘দুয়ারে সরকার প্রকল্প ফেল”। তিনি বলেন, এখন ‘নেতা মন্ত্রীদের পকেটে সরকার চলছে’ ।

এ বছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে দুয়ারে সরকারে বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারছেন রাজ্যের বাসিন্দারা। এ বারের কাম্পে সাধারণ মানুষ ৩৬টি সরকারি পরিষেবার সুবিধা পারছেন। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগে এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি, তা সেরে ফেলতে এই সিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের দুয়ারে সরকারে আছে লক্ষীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা-সহ আরও একগুচ্ছ পরিষেবা।

(Feed Source: abplive.com)