বই কেনার নামে টাকা নিয়ে বিয়ারের বিল জমা দিলে বাবা কি আর টাকা দেয়? রুদ্রনীল

বই কেনার নামে টাকা নিয়ে বিয়ারের বিল জমা দিলে বাবা কি আর টাকা দেয়? রুদ্রনীল

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের তোলা বঞ্চনার অভিযোগকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রবিবার দলের রাজ্য সদর দফতরের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের চরম সমালোচনা করেন তিনি। বলেন, ‘বই কেনার টাকা দিয়ে বিয়ার কিনলে বাবা আর টাকা দেয় না কি?’

এদিন রুদ্রনীলকে বলতে শোনা যায়, ‘বাবাকে বলেছিলাম যে পরীক্ষার বই কিনতে যাচ্ছি। তার পর বললাম আমি লুডো কিনেছি, ক্রিকেটের ব্যাট কিনেছি। তার পর খেলা করেছি। তার পর বাবা বললেন, পরের টাকা দেব। বিল দে। সেখানে দেখা যাচ্ছে বিয়ারের বিল বেরিয়েছে, হুইস্কির বিল বেরিয়েছে। বাবা আর টাকা দেয় না কি? এটা নরেন্দ্র মোদীর টাকা না কি? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না কি? এটা আমাদের টাকা। কেন্দ্রীয় সরকারের টাকা। কেন্দ্রীয় সরকার পরিচ্ছন্ন নিয়ম মেনে চলে। খালি মাঠকে পুকুর দেখিয়ে টাকা সরিয়ে ফেলেছে এরা। তৃণমূলের পঞ্চায়েতের লোকজনই ফাঁস করে দিচ্ছে।’

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তুমুল সমালোচনা করেন রুদ্রনীল। তিনি বলেন, ‘পুরুল্যার সভা থেকে মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন এর থেকে লজ্জার কিছু হয় না। একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলছেন তৃণমূল করলে সব পাবে। তার মানে তৃণমূল না করলে, বা নিরপেক্ষ থাকলে আপনি কিছু পাবেন না। আর তৃণমূল করলে অবৈধভাবে আপনি সব পেয়ে যাবেন। ভাবুন কী ভয়ঙ্কর’।

(Source: hindustantimes.com)