Russia-Ukraine War: যুদ্ধ বন্ধের সদিচ্ছা নেই! এদিকে ইউক্রেন থেকে শস্য রপ্তানিতেও অরাজি নন পুতিন

Russia-Ukraine War: যুদ্ধ বন্ধের সদিচ্ছা নেই! এদিকে ইউক্রেন থেকে শস্য রপ্তানিতেও অরাজি নন পুতিন

নিজস্ব প্রতিবেদন: আশ্চর্য কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট। একদিকে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতেই বদ্ধপরিকার, অন্য দিকে, তাঁর আবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শস্য রফতানিতেও কোনও আপত্তি নেই!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কোর কোনো সমস্যা নেই। ইউক্রেনের বন্দর, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অন্য কোনও বন্দর এমনকি মধ্য ইউরোপ হয়েও এই রপ্তানি করা যেতে পারে বলে তাঁর মত। ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে খাদ্য সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটেই শুক্রবার এই কথা বলেন তিনি। এ নিয়ে নানা রকম সমালোচনা শোনা যাচ্ছে।

যুদ্ধ বেধে ওঠার লগ্ন থেকেই ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে রাশিয়া বাধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমি বিশ্ব। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, এমন দাবির মধ্য দিয়ে পশ্চিমিরা আসলে রাশিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। তিনি পাল্টা বলেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে কোনো সমস্যাই নেই।

আজভ সাগরে ইউক্রেনের মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দর দিয়ে রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। এ দুটি বন্দরই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। পুতিন আরও বলেন, কিয়েভের নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোকে বিশেষ করে ওডেসাকেও ব্যবহার করা যেতে পারে। পুতিন আরও বলেন, বেলারুশ হয়ে রপ্তানির পথটি সবচেয়ে সহজ ও সুলভ হতে পারে। সেখান থেকে বাল্টিক বন্দরে যাবে, এরপর বাল্টিক সাগরে যাবে, তারপর বিশ্বের যেকোনো জায়গায় যেতে পারেন।

(Source: zeenews.com)