নিজস্ব প্রতিবেদক: ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচন দেখতে এসেছি। সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ঘুরে ভোট দেখব।
রোববার (৭ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ করেতে এসে এ কথা বলেন বিদেশি এই পর্যবেক্ষক।
ক্রিস্টোফার জানান, এটাই আমার প্রথম পর্যবেক্ষণ কেন্দ্র ছিল। সারাদিন বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট পর্যবেক্ষণ করব। সারাদিন একটা ব্যস্ত সময় যাবে। এখানে এসে স্বল্প সংখ্যক ভোটার দেখেছি।
বিদেশি এই পর্যবেক্ষক আরও জানান, এখানে ভোটারদের ভোটকেন্দ্রে আসা দেখেছি। ভোটারদের ভোট দিতে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধতি দেখে ভালো মনে হয়েছে।
বিদেশি পর্যবেক্ষকদের এ দলে ক্রিস্টোফার ছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।
(Feed Source: sunnews24x7.com)