টার্নিং ট্র্যাকেই বেয়ারস্টোদের আক্রমণের ছক কষবে ভারত? কী বলছেন উইকেট কিপার ব্যাটার?

টার্নিং ট্র্যাকেই বেয়ারস্টোদের আক্রমণের ছক কষবে ভারত? কী বলছেন উইকেট কিপার ব্যাটার?

লন্ডন: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ডের মাটিতে পা রাখতে চলেছে ইংল্যান্ড শিবির। পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে ২ দল। কিন্তু ভারত সফরে এসে যে স্পিনিং ট্র্যাকে পরীক্ষার মুখে পড়তে হবে ব্রিটিশ ব্রিগেডকে। তা বেশ ভাল মতই জানেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিশেষ করে ২০২১ সালের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ভারতের মাটিতে রুট বাহিনীকে। সেই স্মৃতি টাটকা দলের উইকেট কিপার ব্য়াটার জনি বেয়ারস্টোর।

এক সাক্ষাৎকারে বেয়ারস্টো বলেন, ”স্পিন ট্র্যাকে ভারত যে আক্রমণের ছক কষবে তা আমরা জানি। দেখুন এর আগেও আমরা ভারতের মাটিতে বহু ক্রিকেট খেলেছি। ওখানকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সব দেশেরই পিচ আলাদা হয়। আমরা অস্ট্রেলিয়া যখন খেলতে গিয়েছিলাম সেখানকার পিচ আলাদা ছিল। ভারতের ব্যাপারটাও ঠিক একই। সুতরাং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের সকলকে খেলতে হবে। ওটাই একমাত্র উপায়।”

অশ্বিন, জাডেজা সহ ভারতের স্পিন অ্যাটাক যে বিশ্বের অন্যতম শক্তিশালী স্পিন অ্যাটাক তা উল্লেখ করে বেয়ারস্টাে বলেন, ”দেখুন ওখানে খেলতে গেলেই স্পিনাররা আমাদের উপর বরাবরই আক্রমণ করে। গতবার আমরা যখন খেলতে গিয়েছিলাম তখন জো রুট দুর্দান্ত ব্যাটিং করেছিল। তবে পরের ম্যাচেই পরিস্থিতি একেবারে পাল্টে যায়। স্পিনাররা আমাদের উপর চড়াও হয়। তাই আমি এটাই বলবো টিম ইন্ডিয়া যাকেই খেলাক না কেন, স্পিনাররা আমাদের ছেড়ে কথা বলবে না।”

উল্লেখ্য, ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় (IND vs ENG)। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা। খবর অনুযায়ী ইংল্যান্ড দল (England Cricket Team) এই লম্বা সফরে যাতে দলের ক্রিকেটারদের শরীর, স্বাস্থ্য ভাল থাকে সেই কারণে নিজেদের সঙ্গে রাঁধুনি নিয়ে আসতে চলেছে।

ইংল্যান্ড নিজেদের সঙ্গে বিখ্যাত প্রিমিয়ার লিগ দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রাঁধুনিকে নিয়ে আসতে চলেছে বলেই খবর। ইংল্যান্ডের বিখ্যাত সমর্থকগোষ্ঠী বার্মি আর্মিও ইংল্যান্ডের ভারত সফরে রাঁধুনি নিয়ে আসার খবর সোশ্যাস মিডিয়া মারফত জানায়। সেই পোস্টের জবাবেই ইংল্যান্ড দলকে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। নিজের বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় সহবাগ বার্মি আর্মির পোস্টের জবাবে লেখেন, ‘এই প্রয়োজনীয়তাটা (অ্যালেস্টার) কুকের যাওয়ার পরেই হয়েছে। তবে আইপিএলে এর প্রয়োজন হবে না

(Feed Source: abplive.com)