পৃথিবী জুড়ে বহু ঘটনারই পুনরাবৃত্তি হয় নতুনের রূপে। ঠিক তেমনভাবেই ২০২৪ সালে এক অভিনব বৈশিষ্ট্য নিয়ে এল এই বছরের ক্যালেন্ডার। ক্যালেন্ডার খুলে আর পাঁচটা বছরের ক্যালেন্ডারের মত মনে হলেও অন্য বছরের থেকে এর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ২০২৪-এর ক্যালেন্ডার এর সঙ্গে হুবহু মিল রয়েছে গত শতাব্দীর একটি ক্যালেন্ডারের। ১৯৯৬ এবং ২০২৪ এই দুই ক্যালেন্ডার বছরেরই প্রথম দিন শুরু সোমবার দিয়ে। প্রসঙ্গত দুটি বছরই লিপইয়ার বা অধিবর্ষ। অর্থাৎ ফেব্রুয়ারি মাস 29 দিনের। ফলে গাণিতিক হিসাব বলছে তারিখ এবং সাপ্তাহিক দিনের সমন্বয় একই থাকবে দুটি ক্যালেন্ডারের ক্ষেত্রেই। বিষয়টি নিয়েই উচ্ছ্বসিত অনেকেই। ইন্টারনেটের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন অনেক নাগরিকই। তারা ফেলে আসা ১৯৯৬ সালের পুরনো ক্যালেন্ডার সংগ্রহের জন্য নেমে পড়েছেন ইতিমধ্যে।
২০২৩ সালের শেষ দিকেই অনেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেন ২০২৪ এবং ১৯৯৬ সালের ক্যালেন্ডারের মধ্যে মিলের কথা। সেই সময় থেকেই আলোচনার শিরোনামে এই বিষয়টি। ১৯৯৬ সালের ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবার যুক্তরাষ্ট্রের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন। সেবার দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। এই বছরও তেমন সম্ভাবনা রয়েছে জো বাইডেনের ক্ষেত্রে। ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর, ডেমোক্রেটিক পার্টির দ্বিতীয় বারের জন্য লড়তে চলেছেন বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের সঙ্গে আরও একটি চমকপ্রদ সাদৃশ্য রয়েছে চলতি ক্যালেন্ডার বছরের। ১৯৯৬ সালে অলিম্পিকের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। এই বছর অলিম্পিকের আসর বসতে চলেছে প্যারিস শহরে। এরই মাঝে শুরু হয়েছে পুরোনো ক্যালেন্ডার সংগ্রহের ধুম। ই-বে সাইটে ১৯৯৬ সালের বহু ক্যালেন্ডার ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এসব ক্যালেন্ডারের প্রচ্ছদে স্থান পেয়েছে বার্বির ছবি থেকে অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ক্যালেন্ডারগুলির দাম অবশ্য আকাশছোঁয়া। ৫০ ডলার থেকে ২০০ ডলার মূল্য বিক্রি হচ্ছে ক্যালেন্ডার, যা ভারতের হিসেবে ৪ থেকে ৬ হাজার টাকার কাছাকাছি।
https://images.hindustantimes.com/bangla/img/2024/01/08/600×338/g04ac00fcb09cfef4c9b84bf9c13c245532764d7b83109cab8_1704729289910_1704729290055.jpg