এ’বার ফিরে এসেছে ১৯৯৬ সাল, মিলিয়ে দেখুন, বিশ্বাস করবেন আপনিও
পৃথিবী জুড়ে বহু ঘটনারই পুনরাবৃত্তি হয় নতুনের রূপে। ঠিক তেমনভাবেই ২০২৪ সালে এক অভিনব বৈশিষ্ট্য নিয়ে এল এই বছরের ক্যালেন্ডার। ক্যালেন্ডার খুলে আর পাঁচটা বছরের ক্যালেন্ডারের মত মনে হলেও অন্য বছরের থেকে এর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ২০২৪-এর ক্যালেন্ডার এর সঙ্গে হুবহু মিল রয়েছে গত শতাব্দীর একটি ক্যালেন্ডারের। ১৯৯৬ এবং ২০২৪ এই দুই ক্যালেন্ডার বছরেরই প্রথম দিন শুরু সোমবার দিয়ে। প্রসঙ্গত দুটি বছরই লিপইয়ার বা অধিবর্ষ। অর্থাৎ ফেব্রুয়ারি মাস 29 দিনের। ফলে গাণিতিক হিসাব বলছে তারিখ এবং সাপ্তাহিক দিনের সমন্বয়…