Bhuvneshwar Kumar: চেনা আগুন, সেই মেজাজ, ফাইফারে ফিরলেন 'সুইং কিং'!

Bhuvneshwar Kumar: চেনা আগুন, সেই মেজাজ, ফাইফারে ফিরলেন 'সুইং কিং'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনে পড়ে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) কথা? বছর তেত্রিশের এই উত্তরপ্রদেশের জোরে বোলার এক সময়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের ‘সুইং কিং’, চোট-আঘাতে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হতে পারেনি। কোনও অজানা কারণেই তিনি জাতীয় দলে ব্রাত্য় হয়ে পড়েছিলেন। শেষবার ভারতের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন ২০২২ সালে।

ভুবনেশ্বর ২১টি টেস্ট (৬৩ উইকেট), ১২১টি (১৪১ উইকেট) একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৮৭টি (৯০ উইকেট) টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লাল বলে আগুন জ্বালিয়ে দিতে পারা বোলারকে ছ’বছর আগে শেষবার দেখা গিয়েছিল টেস্টে। ভুবি ফিরলেন, তবে জাতীয় দলে নয়। ছ’বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তনেই তছনছ করে দিলেন একা হাতে। সেই চেনা আগুন, সেই এক মেজাজ। ফাইফারে অর্থাৎ পাঁচ উইকেটে ফিরলেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024)। জ্বালিয়ে দিলেন বাংলার ব্য়াটিং লাইন-আপকে (UP vs BNG, Ranji Trophy 2024)।

রঞ্জি অভিযানের শুরুতেই হোঁচট খেতে হয়েছিল বাংলাকে! বিশাখাপত্তনমে মনোজ তিওয়ারি অ্যান্ড কোংয়ের ঝুলিতে এসেছিল মাত্র এক পয়েন্ট। গতবারের রানার্স দল, প্রথম ইনিংসে লিড না নিতে পারার জেরে, হনুমা বিহারীর অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করেছিল। লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা শুক্রবার অর্থাৎ আজ থেকে কানপুরের রঞ্জির দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে উত্তরপ্রদেশর বিরুদ্ধে। আর প্রথম দিনেই দুরন্ত লড়াই দেখল গ্রিন পার্ক। টস জিতে মনোজ ব্য়াট করতে পাঠিয়ে ছিলেন নীতীশ রানাদের। মনোজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছিলেন বাংলার বোলাররা। মহম্মদ কাইফ একাই তুলে নেন চার উইকেট। তিন উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। দুই উইকেট আসে ঈশাণ পোড়েলের ঝুলিতে। বাংলার বোলারদের দাপটে নীতীশ অ্যান্ড কোংয়ের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৬০ রানে। উত্তরপ্রদেশের মাত্র তিনজন ব্য়াটার দুই অঙ্কের রানের দেখা পেয়েছিলেন। বাকি আটজন আয়ারাম গয়ারাম।

বাংলা এদিন কল্পনাও করতে পারেনি যে, ভুবনেশ্বর মুখিয়ে রয়েছেন ভয়ংকর প্রত্যাঘাতের জন্য়। ভুবি একাই বুঝে নিলেন বাংলার ব্য়াটারদের। তিনটি মেডেন- সহ ১৩ ওভার বল করে তুলে নেন পাঁচ উইকেট। মাত্র ২৫ রান খরচ করেন তিনি। ভুবির সুইং ও মাপা লাইন-লেন্থের সামনে চোখে সর্ষে ফুল দেখেন বাংলার ব্য়াটাররা। প্রথম দিনের শেষে স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৯৫ রান। ৩৫ রানে এগিয়ে বাংলা। হাতে রয়েছে পাঁচ উইকেট। ক্রিজে রয়েছেন ওপেনার সায়ন ঘোষ (৩৭) ও সাতে নামা করণ লাল (৮)। অজিত আগরকরের নির্বাচক কমিটিকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের জন্য় দল ঘোষণা করবে কিছু দিনের মধ্য়েই। মহম্মদ শামি এখনও ফিট নন। ভুবির কথা কি ভাববেন আগরকররা

(Feed Source: zeenews.com)